Skip to content

কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ২৮

Qur'an Surah At-Tur Verse 28

আত্ব তূর [৫২]: ২৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّا كُنَّا مِنْ قَبْلُ نَدْعُوْهُۗ اِنَّهٗ هُوَ الْبَرُّ الرَّحِيْمُ (الطور : ٥٢)

innā
إِنَّا
Indeed, we
নিশ্চয়ই আমরা
kunnā
كُنَّا
[we] used (to)
ছিলাম
min
مِن
before
থেকে
qablu
قَبْلُ
before
পূর্বেও
nadʿūhu
نَدْعُوهُۖ
call Him
তাঁকে ডাকতাম আমরা
innahu
إِنَّهُۥ
Indeed, He
নিশ্চয়ই তিনি
huwa
هُوَ
[He]
তিনিই
l-baru
ٱلْبَرُّ
(is) the Most Kind
বড় অনুগ্রহকারী
l-raḥīmu
ٱلرَّحِيمُ
the Most Merciful"
পরম দয়ালু"

Transliteration:

Innaa kunnaa min qablu nad'oohu innahoo huwal barrur raheem (QS. aṭ-Ṭūr:28)

English Sahih International:

Indeed, we used to supplicate Him before. Indeed, it is He who is the Beneficent, the Merciful." (QS. At-Tur, Ayah ২৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পূর্বে আমরা তাঁর কাছেই দু‘আ করতাম, তিনি অতি অনুগ্রহকারী, পরম দয়াবান। (আত্ব তূর, আয়াত ২৮)

Tafsir Ahsanul Bayaan

নিশ্চয় আমরা পূর্বেও আল্লাহকে আহবান করতাম।[১] নিশ্চয় তিনি কৃপাময়, পরম দয়ালু।’

[১] অর্থাৎ, আমরা একমাত্র তাঁরই উপাসনা করতাম। তাঁর সাথে কাউকে অংশীদার স্থাপন করতাম না। কিংবা এর অর্থ এই যে, জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য আমরা কেবল তাঁরই নিকট প্রার্থনা করতাম।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় আমরা আগেও আল্লাহকে ডাকতাম, নিশ্চয় তিনি কৃপাময়, পরম দয়ালু।

Tafsir Bayaan Foundation

নিশ্চয় পূর্বে আমরা তাঁকে ডাকতাম; নিশ্চয় তিনি ইহসানকারী, পরম দয়ালু।

Muhiuddin Khan

আমরা পূর্বেও আল্লাহকে ডাকতাম। তিনি সৌজন্যশীল, পরম দয়ালু।

Zohurul Hoque

''আমরা অবশ্য এর আগেও তাঁকে ডাকতে থাকতাম। নিঃসন্দেহ তিনি খোদ অতি সদাশয়, অফুরন্ত ফলদাতা।