কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ২
Qur'an Surah At-Tur Verse 2
আত্ব তূর [৫২]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَكِتٰبٍ مَّسْطُوْرٍۙ (الطور : ٥٢)
- wakitābin
- وَكِتَٰبٍ
- And by (the) Book
- এবং (শপথ) কিতাবের
- masṭūrin
- مَّسْطُورٍ
- written
- (যা) লিখিত
Transliteration:
Wa kitaabim mastoor(QS. aṭ-Ṭūr:2)
English Sahih International:
And [by] a Book inscribed (QS. At-Tur, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ কিতাবের যা লিখিত (আত্ব তূর, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
শপথ কিতাবের, যা লিখিত আছে, [১]
[১] مَسْطُوْرٍ এর অর্থ হল লিপিবদ্ধ। লিখিত বস্তু। কিন্তু এখানে তা থেকে বিভিন্ন জিনিসকে বুঝানো হয়েছে। যেমন, কুরআন মাজীদ, লাওহে মাহফূয, সমস্ত অবতীর্ণ কিতাব অথবা মানুষের সেই আমলনামা, যা ফিরিশতাগণ লিখে থাকেন।
Tafsir Abu Bakr Zakaria
শপথ কিতাবের, যা লিখিত আছে [১]
[১] লিখিত কিতাব বলে মানুষের আমলনামা বোঝানো হয়েছে, না হয় কোন কোন তফসীরবিদের মতে পবিত্র কুরআন বোঝানো হয়েছে। আবার কারো কারো মতে এর দ্বারা লাওহে মাহফুজই বুঝানো হয়েছে। কারো কারো মতে এর দ্বারা সকল আসমানী কিতাবকে বোঝানো হয়েছে, [ফাতহুল কাদীর]
Tafsir Bayaan Foundation
আর কসম কিতাবের যা লিপিবদ্ধ আছে।
Muhiuddin Khan
এবং লিখিত কিতাবের,
Zohurul Hoque
আর লিখিত গ্রন্থের,