Skip to content

কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ১১

Qur'an Surah At-Tur Verse 11

আত্ব তূর [৫২]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَوَيْلٌ يَّوْمَىِٕذٍ لِّلْمُكَذِّبِيْنَۙ (الطور : ٥٢)

fawaylun
فَوَيْلٌ
Then woe
অতঃপর দুর্ভোগ
yawma-idhin
يَوْمَئِذٍ
that Day
সেদিন
lil'mukadhibīna
لِّلْمُكَذِّبِينَ
to the deniers
মিথ্যারোপকারীদের জন্যে

Transliteration:

Fawailuny yawma 'izil lil mukaazzibeen (QS. aṭ-Ṭūr:11)

English Sahih International:

Then woe, that Day, to the deniers, (QS. At-Tur, Ayah ১১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ধ্বংস সেদিন সত্য প্রত্যাখ্যানকারীদের জন্য। (আত্ব তূর, আয়াত ১১)

Tafsir Ahsanul Bayaan

দুর্ভোগ সেদিন মিথ্যাশ্রয়ীদের।

Tafsir Abu Bakr Zakaria

অতঃএব দুর্ভোগ সে দিন মিথ্যারোপকারীদের জন্য।

Tafsir Bayaan Foundation

অতএব মিথ্যারোপকারীদের জন্য সেদিনের ধ্বংস,

Muhiuddin Khan

সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে,

Zohurul Hoque

অতএব ধিক্ সেইদিন প্রত্যাখ্যানকারীদের জন্য --