Skip to content

কুরআন মজীদ সূরা আত্ব তূর আয়াত ১

Qur'an Surah At-Tur Verse 1

আত্ব তূর [৫২]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالطُّوْرِۙ (الطور : ٥٢)

wal-ṭūri
وَٱلطُّورِ
By the Mount
শপথ তূর (পাহাড়ের)

Transliteration:

Wat-Toor (QS. aṭ-Ṭūr:1)

English Sahih International:

By the mount (QS. At-Tur, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ তূর (পর্বত) এর, (আত্ব তূর, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

শপথ ত্বূর (পর্বতের), [১]

[১] طُوْرٌ সেই পাহাড়, যেখানে মূসা (আঃ) মহান আল্লাহর সাথে বাক্যালাপ করেছিলেন। এই পাহাড়টিকে 'ত্বূরে সাইনা'ও বলা হয়। তার এই বিশেষ মর্যাদার কারণে মহান আল্লাহ তার কসম খেয়েছেন।

Tafsir Abu Bakr Zakaria

শপথ তূর পর্বতের [১],

[১] বলা হয়ে থাকে যে, সুরিয়ানী ভাষায় طور (তুর) এর অর্থ পাহাড়, যাতে লতাপাতা ও বৃক্ষ উদগত হয়। এখানে তুর বলে মাদইয়ানে অবস্থিত তুরে-সিনীন বোঝানো হয়েছে। এই পাহাড়ের উপর মূসা আলাইহিস সালাম আল্লাহ তা'আলার সাথে বাক্যালাপ করেছিলেন। তুরের কসম খাওয়ার দ্বারা মহান আল্লাহ এ পাহাড়টিকে সম্মানিত করেছেন। [ফাতহুল কাদীর; কুরতুবী]

Tafsir Bayaan Foundation

কসম তূর পর্বতের,

Muhiuddin Khan

কসম তূরপর্বতের,

Zohurul Hoque

ভাবো পাহাড়ের কথা,