Skip to content

সূরা আত্ব তূর - শব্দ দ্বারা শব্দ

At-Tur

(aṭ-Ṭūr)

bismillaahirrahmaanirrahiim

وَالطُّوْرِۙ ١

wal-ṭūri
وَٱلطُّورِ
শপথ তূর (পাহাড়ের)
শপথ তূর (পর্বত) এর, ([৫২] আত্ব তূর: ১)
ব্যাখ্যা

وَكِتٰبٍ مَّسْطُوْرٍۙ ٢

wakitābin
وَكِتَٰبٍ
এবং (শপথ) কিতাবের
masṭūrin
مَّسْطُورٍ
(যা) লিখিত
শপথ কিতাবের যা লিখিত ([৫২] আত্ব তূর: ২)
ব্যাখ্যা

فِيْ رَقٍّ مَّنْشُوْرٍۙ ٣

فِى
মধ্যে
raqqin
رَقٍّ
চামড়ার কাগজের
manshūrin
مَّنشُورٍ
উন্মুক্ত
খোলা পৃষ্ঠায়, ([৫২] আত্ব তূর: ৩)
ব্যাখ্যা

وَّالْبَيْتِ الْمَعْمُوْرِۙ ٤

wal-bayti
وَٱلْبَيْتِ
এবং (শপথ) ঘরের
l-maʿmūri
ٱلْمَعْمُورِ
চির আবাদ
শপথ বেশি বেশি আবাদকৃত ঘরের, ([৫২] আত্ব তূর: ৪)
ব্যাখ্যা

وَالسَّقْفِ الْمَرْفُوْعِۙ ٥

wal-saqfi
وَٱلسَّقْفِ
এবং (শপথ) ছাদের (অর্থাৎ আকাশের)
l-marfūʿi
ٱلْمَرْفُوعِ
সুউচ্চ
শপথ সুউচ্চ ছাদের, ([৫২] আত্ব তূর: ৫)
ব্যাখ্যা

وَالْبَحْرِ الْمَسْجُوْرِۙ ٦

wal-baḥri
وَٱلْبَحْرِ
এবং (শপথ) সাগরের
l-masjūri
ٱلْمَسْجُورِ
উত্তাল
শপথ তরঙ্গায়িত সমুদ্রের, ([৫২] আত্ব তূর: ৬)
ব্যাখ্যা

اِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌۙ ٧

inna
إِنَّ
নিশ্চয়ই
ʿadhāba
عَذَابَ
শাস্তি
rabbika
رَبِّكَ
তোমার রবের
lawāqiʿun
لَوَٰقِعٌ
অবশ্যই ঘটবে
তোমার প্রতিপালকের ‘আযাব অবশ্যই সংঘটিত হবে। ([৫২] আত্ব তূর: ৭)
ব্যাখ্যা

مَّا لَهٗ مِنْ دَافِعٍۙ ٨

مَّا
নেই
lahu
لَهُۥ
তার জন্যে
min
مِن
কোনো
dāfiʿin
دَافِعٍ
প্রতিরোধকারী
তার প্রতিরোধকারী কেউ নেই। ([৫২] আত্ব তূর: ৮)
ব্যাখ্যা

يَّوْمَ تَمُوْرُ السَّمَاۤءُ مَوْرًاۙ ٩

yawma
يَوْمَ
সেদিন
tamūru
تَمُورُ
কাঁপবে
l-samāu
ٱلسَّمَآءُ
আকাশ
mawran
مَوْرًا
প্রবল কম্পনে
যেদিন আকাশ প্রচন্ডভাবে কাঁপবে, ([৫২] আত্ব তূর: ৯)
ব্যাখ্যা
১০

وَّتَسِيْرُ الْجِبَالُ سَيْرًاۗ ١٠

watasīru
وَتَسِيرُ
এবং চলবে
l-jibālu
ٱلْجِبَالُ
পাহাড়গুলো
sayran
سَيْرًا
(দ্রুত) চলার মতো
আর পর্বত হবে দ্রুত চলমান, ([৫২] আত্ব তূর: ১০)
ব্যাখ্যা