কুরআন মজীদ সূরা আয-যারিয়াত আয়াত ২৭
Qur'an Surah Adh-Dhariyat Verse 27
আয-যারিয়াত [৫১]: ২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَقَرَّبَهٗٓ اِلَيْهِمْۚ قَالَ اَلَا تَأْكُلُوْنَ (الذاريات : ٥١)
- faqarrabahu
- فَقَرَّبَهُۥٓ
- And he placed it near
- তা অতঃপর কাছে আনল
- ilayhim
- إِلَيْهِمْ
- [to] them
- তাদের
- qāla
- قَالَ
- he said
- সে বলল
- alā
- أَلَا
- "Will not
- "না কেন
- takulūna
- تَأْكُلُونَ
- you eat?"
- তোমরা খাচ্ছ"
Transliteration:
Faqarrabahooo ilaihim qaala alaa taakuloon(QS. aḏ-Ḏāriyāt:27)
English Sahih International:
And placed it near them; he said, "Will you not eat?" (QS. Adh-Dhariyat, Ayah ২৭)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
অতঃপর সেটিকে তাদের সামনে রেখে দিল এবং বলল- ‘তোমরা খাচ্ছ না কেন?’ (আয-যারিয়াত, আয়াত ২৭)
Tafsir Ahsanul Bayaan
তা তাদের সামনে রাখল এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন?’ [১]
[১] অর্থাৎ, সম্মুখে রাখা সত্ত্বে তাঁরা খাওয়ার জন্য সেদিকে হাতই বাড়ালেন না, তখন তিনি জিজ্ঞাসা করলেন।
Tafsir Abu Bakr Zakaria
অতঃপর তিনি তা তাদের সামনে রেখে বললেন, ‘তোমরা কি খাবে না?’
Tafsir Bayaan Foundation
অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’
Muhiuddin Khan
সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?
Zohurul Hoque
তারপর তিনি এটি তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন -- ''আপনারা কি খাবেন না?’’