Skip to content

কুরআন মজীদ সূরা আয-যারিয়াত আয়াত ২২

Qur'an Surah Adh-Dhariyat Verse 22

আয-যারিয়াত [৫১]: ২২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَفِى السَّمَاۤءِ رِزْقُكُمْ وَمَا تُوْعَدُوْنَ (الذاريات : ٥١)

wafī
وَفِى
And in
এবং মধ্যে আছে
l-samāi
ٱلسَّمَآءِ
the heaven
আকাশের
riz'qukum
رِزْقُكُمْ
(is) your provision
তোমাদের জীবিকা
wamā
وَمَا
and what
এবং যা
tūʿadūna
تُوعَدُونَ
you are promised
তোমাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে

Transliteration:

Wa fissamaaa'i rizqukum wa maa too'adoon (QS. aḏ-Ḏāriyāt:22)

English Sahih International:

And in the heaven is your provision and whatever you are promised. (QS. Adh-Dhariyat, Ayah ২২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং আকাশে আছে তোমাদের রিযক আর আছে যার ও‘য়াদা তোমাদেরকে দেয়া হয়েছে। (আয-যারিয়াত, আয়াত ২২)

Tafsir Ahsanul Bayaan

আকাশে রয়েছে তোমাদের রুযী ও প্রতিশ্রুত সবকিছু। [১]

[১] অর্থাৎ, বৃষ্টিও আকাশ থেকে হয়, (সূর্যও আছে আকাশে,) যার দ্বারা তোমাদের জীবিকা উৎপন্ন হয়। আর জান্নাত ও জাহান্নাম এবং প্রতিদান ও শাস্তির ব্যাপারটাও আসমানে আছে, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

Tafsir Abu Bakr Zakaria

আর আসমানে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সব কিছু [১]।

[১] অর্থাৎ আসমানে তোমাদের রিফিক ও প্রতিশ্রত বিষয় রয়েছে। এর নির্মল ও সরাসরি তাফসীর এরূপ বৰ্ণিত আছে যে, আকাশে থাকা অর্থ “লওহে-মাহফুযে” লিপিবদ্ধ থাকা। বলাবাহুল্য প্রত্যেক মানুষের রিযিক, প্রতিশ্রত বিষয় এবং পরিণাম সবই লওহে-মাহফুযে লিপিবদ্ধ আছে। তাছাড়া ‘আসমান” বলে ঊর্ধজগতও উদ্দেশ্য হতে পারে। মানুষকে পৃথিবীতে বেঁচে থাকার এবং কাজ করার জন্য যা কিছু দেয়া হয় তার সবকিছুই রিযিক। আর সমস্ত আসমানী কিতাব ও এ কুরআনে কিয়ামত, হাশর ও পুনরুত্থান, হিসেবা-নিকেশ ও জবাবদিহি, পুরস্কার ও শাস্তি এবং জান্নাত ও জাহান্নামের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে وَمَاتُوْعَدُوْنَ বলে সে সবকেই বুঝানো হয়েছে। আল্লাহর এ বাণীর অর্থ হচ্ছে, দুনিয়ায় তোমাদের কাকে কি দিতে হবে তার ফায়সালা ঊর্ধজগত থেকেই হয়। তাছাড়া জবাবদিহি ও কর্মফল দেয়ার জন্য কখন তলব করা হবে সে ফায়সালাও সেখান থেকেই হবে। [দেখুন, কুরতুবী]।

Tafsir Bayaan Foundation

আকাশে রয়েছে তোমাদের রিয্ক ও প্রতিশ্রুত সব কিছু।

Muhiuddin Khan

আকাশে রয়েছে তোমাদের রিযিক ও প্রতিশ্রুত সবকিছু।

Zohurul Hoque

আর আকাশে রয়েছে তোমাদের জীবিকা, আর যা তোমাদের ওয়াদা করা হয়েছে।