Skip to content

কুরআন মজীদ সূরা আয-যারিয়াত আয়াত ১০

Qur'an Surah Adh-Dhariyat Verse 10

আয-যারিয়াত [৫১]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُتِلَ الْخَرَّاصُوْنَۙ (الذاريات : ٥١)

qutila
قُتِلَ
Cursed be
ধ্বংস হয়েছে
l-kharāṣūna
ٱلْخَرَّٰصُونَ
the liars
অনুমানকারীরা

Transliteration:

Qutilal kharraasoon (QS. aḏ-Ḏāriyāt:10)

English Sahih International:

Destroyed are the misinformers (QS. Adh-Dhariyat, Ayah ১০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অনুমানকারীরা ধ্বংস হোক, (আয-যারিয়াত, আয়াত ১০)

Tafsir Ahsanul Bayaan

ধ্বংস হোক তারা, যারা আন্দাজে কথা বলে,

Tafsir Abu Bakr Zakaria

ধ্বংস হোক মিথ্যাচারীরা [১],

[১] الخَرَّاصُوْنَ এর অর্থ অনুমানকারী, যে ব্যক্তি অনুমানের উপর ভিত্তি করে কথা বলে। এখানে সেই কাফের ও অবিশ্বাসীদেরকে বোঝানো হয়েছে, যারা কোনো প্রমাণ ও কারণ ব্যতিরেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে পরস্পর বিরোধী উক্তি করত। কাজেই এর অনুবাদে মিথ্যাবাদীরা বলা হয়েছে। এই বাক্যে তাদের জন্যে অভিশাপের অর্থে বদদো’আ রয়েছে। [ফাতহুল কাদীর]

Tafsir Bayaan Foundation

মিথ্যাচারীরা ধ্বংস হোক!

Muhiuddin Khan

অনুমানকারীরা ধ্বংস হোক,

Zohurul Hoque

কোতল হোক মিথ্যারচনাকারীরা --