কুরআন মজীদ সূরা ক্বাফ আয়াত ৪১
Qur'an Surah Qaf Verse 41
ক্বাফ [৫০]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَّكَانٍ قَرِيْبٍ (ق : ٥٠)
- wa-is'tamiʿ
- وَٱسْتَمِعْ
- And listen!
- এবং শোনো
- yawma
- يَوْمَ
- (The) Day
- যে দিন
- yunādi
- يُنَادِ
- will call
- ডাকবে
- l-munādi
- ٱلْمُنَادِ
- the caller
- একজন ঘোষণাকারী
- min
- مِن
- from
- হতে
- makānin
- مَّكَانٍ
- a place
- স্থান
- qarībin
- قَرِيبٍ
- near
- নিকটবর্তী
Transliteration:
Wastami' yawma yunaa dil munaadi mim makaanin qareeb(QS. Q̈āf:41)
English Sahih International:
And listen on the Day when the Caller will call out from a place that is near – (QS. Qaf, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর শোন, যেদিন এক ঘোষণাকারী (প্রত্যেক ব্যক্তির) নিকটবর্তী স্থান থেকে ডাক দিবে, (ক্বাফ, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
ধ্যান দিয়ে শুনো,[১] যেদিন এক ঘোষণাকারী[২] নিকটবর্তী স্থান হতে আহবান করবে। [৩]
[১] অর্থাৎ, অহীর মাধ্যমে কিয়ামতের যেসব অবস্থার কথা বলা হচ্ছে, সেগুলো মন দিয়ে শোনো।
[২] এই ঘোষণাকারী ইস্রাফীল ফিরিশতা হবেন অথবা জিবরীল। আর এ আহবান সেই আহবান, যে আহবানে লোকেরা হাশরের মাঠে সমবেত হবে। অর্থাৎ দ্বিতীয় ফুৎকার।
[৩] এ থেকে কেউ কেউ صخرة بيت المقدس (বাইতুল মুকাদ্দাসের পাথর) বুঝিয়েছেন। বলেন যে, এটা আসমানের নিকটতম স্থান। অন্যান্যের নিকটে এর অর্থ হল, প্রত্যেক ব্যক্তি এই শব্দ এমনভাবে শুনবে যে, মনে হবে যেন এ আওয়াজ নিকট থেকেই আসছে। (ফাতহুল ক্বাদীর) আর এ কথাই সঠিক মনে হয়।
Tafsir Abu Bakr Zakaria
আর মনোনিবেশসহকারে শুনুন, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হতে ডাকবে,
Tafsir Bayaan Foundation
মনোনিবেশ কর, যেদিন একজন ঘোষক নিকটবর্তী কোন স্থান থেকে ডাকতে থাকবে।
Muhiuddin Khan
শুন, যে দিন এক আহবানকারী নিকটবর্তী স্থান থেকে আহবান করবে।
Zohurul Hoque
আর শোনো সেইদিন যখন একজন ঘোষণাকারী আহ্বান করবেন নিকটবর্তী স্থান থেকে, --