কুরআন মজীদ সূরা ক্বাফ আয়াত ২৬
Qur'an Surah Qaf Verse 26
ক্বাফ [৫০]: ২৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
ۨالَّذِيْ جَعَلَ مَعَ اللّٰهِ اِلٰهًا اٰخَرَ فَاَلْقِيٰهُ فِى الْعَذَابِ الشَّدِيْدِ (ق : ٥٠)
- alladhī
- ٱلَّذِى
- Who
- যে
- jaʿala
- جَعَلَ
- made
- বানিয়েছিল
- maʿa
- مَعَ
- with
- সাথে
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- আল্লাহর
- ilāhan
- إِلَٰهًا
- a god
- উপাস্য
- ākhara
- ءَاخَرَ
- another;
- অন্যকেও
- fa-alqiyāhu
- فَأَلْقِيَاهُ
- so throw him
- তাকে তাই দু'জনে নিক্ষেপ কর
- fī
- فِى
- in(to)
- মধ্যে
- l-ʿadhābi
- ٱلْعَذَابِ
- the punishment
- শাস্তির
- l-shadīdi
- ٱلشَّدِيدِ
- the severe"
- কঠিন"
Transliteration:
Allazee ja'ala ma'al laahi ilaahan aakhara fa alqiyaahu fil'azaabish shadeed(QS. Q̈āf:26)
English Sahih International:
Who made [as equal] with Allah another deity; then throw him into the severe punishment." (QS. Qaf, Ayah ২৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যে আল্লাহর সঙ্গে অন্যকে ইলাহ্ বানিয়ে নিয়েছিল। কাজেই তোমরা উভয়ে তাকে কঠিন ‘আযাবে নিক্ষেপ কর। (ক্বাফ, আয়াত ২৬)
Tafsir Ahsanul Bayaan
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। [১]
[১] মহান আল্লাহ আমলের এই তালিকার আলোকে বিচার-ফায়সালা করবেন। أَلْقِيَا ('নিক্ষেপ কর') থেকে الشَّدِيْدُ ('কঠিন শাস্তিতে নিক্ষেপ কর') পর্যন্ত আল্লাহর উক্তি।
Tafsir Abu Bakr Zakaria
যে আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমারা তাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
Tafsir Bayaan Foundation
যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, তোমরা তাকে কঠিন আযাবে নিক্ষেপ কর।
Muhiuddin Khan
যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত, তাকে তোমরা কঠিন শাস্তিতে নিক্ষেপ কর।
Zohurul Hoque
''যে আল্লাহ্র সঙ্গে অন্য উপাস্য দাঁড় করিয়েছিল, অতএব তোমরা উভয়ে তাকে নিক্ষেপ করো ভীষণ শাস্তিতে।’’