Skip to content

কুরআন মজীদ সূরা ক্বাফ আয়াত ২৪

Qur'an Surah Qaf Verse 24

ক্বাফ [৫০]: ২৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اَلْقِيَا فِيْ جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيْدٍ (ق : ٥٠)

alqiyā
أَلْقِيَا
"Throw
"(বলা হবে) নিক্ষেপ কর দু'জনে
فِى
into
মধ্যে
jahannama
جَهَنَّمَ
Hell
জাহান্নামের
kulla
كُلَّ
every
প্রত্যেক
kaffārin
كَفَّارٍ
disbeliever
কট্টর কাফিরকে
ʿanīdin
عَنِيدٍ
stubborn
(যে ছিল) উদ্ধত

Transliteration:

Alqiyaa fee Jahannama kulla kaffaarin 'aneed (QS. Q̈āf:24)

English Sahih International:

[Allah will say], "Throw into Hell every obstinate disbeliever, (QS. Qaf, Ayah ২৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

(নির্দেশ দেয়া হবে) তোমরা উভয়ে প্রত্যেক অবাধ্য কাফিরকে নিক্ষেপ কর জাহান্নামে। (ক্বাফ, আয়াত ২৪)

Tafsir Ahsanul Bayaan

(আদেশ করা হবে,) তোমরা উভয়ে নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক উদ্ধত অবিশ্বাসীকে।

Tafsir Abu Bakr Zakaria

আদেশ করা হবে, তোমারা উভয়ে [১] জাহান্নামে নিক্ষেপ কর প্রত্যেক উদ্বত কাফিরকে-

[১] ألقيا শব্দটি দ্বিবাচক পদ। আয়াতে কোনো ফেরেশতাদ্বয়কে সম্বোধন করা হয়েছে। বাহ্যতঃ পূর্বোক্ত চালক ও সাক্ষী ফেরেশতাদ্বয়কে সম্বোধন করা হয়েছে। [ইবন কাসীরা, ফাতহুল কাদীর]

Tafsir Bayaan Foundation

তোমরা জাহান্নামে নিক্ষেপ কর প্রত্যেক উদ্ধত কাফিরকে,

Muhiuddin Khan

তোমরা উভয়েই নিক্ষেপ কর জাহান্নামে প্রত্যেক অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে,

Zohurul Hoque

''তোমরা দুজনে জাহান্নামে ফেলে দাও প্রত্যেক অবিশ্বাসীকে, বিদ্রোহাচারীকে, --