কুরআন মজীদ সূরা ক্বাফ আয়াত ১৩
Qur'an Surah Qaf Verse 13
ক্বাফ [৫০]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَعَادٌ وَّفِرْعَوْنُ وَاِخْوَانُ لُوْطٍۙ (ق : ٥٠)
- waʿādun
 - وَعَادٌ
 - And Aad
 - এবং আদ
 
- wafir'ʿawnu
 - وَفِرْعَوْنُ
 - and Firaun
 - ও ফিরআউন
 
- wa-ikh'wānu
 - وَإِخْوَٰنُ
 - and (the) brothers
 - ও ভাইয়েরা
 
- lūṭin
 - لُوطٍ
 - (of) Lut
 - লূতের
 
Transliteration:
Wa 'Aadunw wa Fir'awnu wikhwaanu loot(QS. Q̈āf:13)
English Sahih International:
And Aad and Pharaoh and the brothers [i.e., people] of Lot (QS. Qaf, Ayah ১৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
‘আদ, ফেরাউন ও লূত জাতি, (ক্বাফ, আয়াত ১৩)
Tafsir Ahsanul Bayaan
আ’দ, ফিরআউন ও লূত সম্প্রদায়,
Tafsir Abu Bakr Zakaria
আর আদ, ফির’আউন ও লুত সম্পপ্ৰদায়। 
 
Tafsir Bayaan Foundation
‘আদ, ফির‘আউন ও লূত সম্প্রদায়।
Muhiuddin Khan
আদ, ফেরাউন, ও লূতের সম্প্রদায়,
Zohurul Hoque
আর 'আদ ও ফিরআউন ও লূত-এর ভাই-বন্ধুরা,