কুরআন মজীদ সূরা ক্বাফ আয়াত ১
Qur'an Surah Qaf Verse 1
ক্বাফ [৫০]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قۤ ۗوَالْقُرْاٰنِ الْمَجِيْدِ ۖ (ق : ٥٠)
- qaf
- قٓۚ
- Qaf
- কা-ফ
- wal-qur'āni
- وَٱلْقُرْءَانِ
- By the Quran
- শপথ কুরআনের
- l-majīdi
- ٱلْمَجِيدِ
- the Glorious
- সম্মানিত
Transliteration:
Qaaaf; wal Qur aanil Majeed(QS. Q̈āf:1)
English Sahih International:
Qaf. By the honored Quran... (QS. Qaf, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
ক্বাফ, শপথ মাহাত্ম্যপূর্ণ কুরআনের (যে তুমি আল্লাহর রসূল।) (ক্বাফ, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
ক্বাফ, শপথ গৌরবান্বিত কুরআনের। [১]
[১] এই কসমের জওয়াব ঊহ্য আছে আর তা হল, لَتُبْعَثُنَّ (তোমরা অবশ্যই কিয়ামতের দিন পুনরুত্থিত হবে)। কেউ কেউ বলেছেন, এর জওয়াব হল পরবর্তী আলোচ্য বিষয়, যাতে নবুঅত ও পুনরুত্থানের কথাকে সুসাব্যস্ত করা হয়েছে।
Tafsir Abu Bakr Zakaria
ক্বাফ্, শপথ সম্মানিত কুরআনের
সূরা ক্বাফে অধিকাংশ বিষয়বস্তু আখেরাত, কেয়ামত, মৃতদের পুণরুজীবন ও হিসাব-নিকাশ সম্পর্কে বর্ণিত হয়েছে। একটি হাদীস থেকে সূরা ক্বাফের গুরুত্ব অনুধাবন করা যায়। হাদীসে উম্মে হিশাম বিনতে হারেসা বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গৃহের সন্নিকটেই আমার গৃহ ছিল। প্রায় দু’বছর পর্যন্ত আমাদের ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রুটি পাকানোর চুল্লিও ছিল অভিন্ন। তিনি প্রতি শুক্রবার জুম্মার খোতবায় সূরা ক্বাফ তেলাওয়াত করতেন। এতেই সূরাটি আমার মুখস্থ হয়ে যায়। [মুসলিম; ৮৭৩]
অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুই ঈদের সালাতে এই সূরা পাঠ করতেন [মুসলিম; ৮৯১] জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফজরের সালাতে অধিকাংশ সময় সূরা ক্বাফ তেলাওয়াত করতেন। (সূরাটি বেশ বড়) কিন্তু এতদসত্ত্বেও সালাত হালকা মনে হতো। [মুসনাদে মুসনাদেঃ ১৯৯২৯]
Tafsir Bayaan Foundation
কাফ; মর্যাদাপূর্ণ কুরআনের কসম।
Muhiuddin Khan
ক্বাফ! সম্মানিত কোরআনের শপথ;
Zohurul Hoque
ক্কাফ। ভেবে দেখো মহিমান্বিত কুরআনখানা।