Skip to content

কুরআন মজীদ সূরা আল মায়িদাহ আয়াত ৮৮

Qur'an Surah Al-Ma'idah Verse 88

আল মায়িদাহ [৫]: ৮৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَيِّبًا ۖوَّاتَّقُوا اللّٰهَ الَّذِيْٓ اَنْتُمْ بِهٖ مُؤْمِنُوْنَ (المائدة : ٥)

wakulū
وَكُلُوا۟
And eat
এবং তোমরা খাও
mimmā
مِمَّا
of what
তা হতে যা
razaqakumu
رَزَقَكُمُ
has provided you
জীবিকা দিয়েছেন তোমাদের
l-lahu
ٱللَّهُ
Allah
আল্লাহ
ḥalālan
حَلَٰلًا
lawful
বৈধ
ṭayyiban
طَيِّبًاۚ
good
পবিত্র
wa-ittaqū
وَٱتَّقُوا۟
And fear
ও তোমরা ভয় করো
l-laha
ٱللَّهَ
Allah
আল্লাহকে
alladhī
ٱلَّذِىٓ
the One
যিনি (মহান সত্ত্বা)
antum
أَنتُم
you (are)
তোমরা
bihi
بِهِۦ
in Him
উপর তাঁর
mu'minūna
مُؤْمِنُونَ
believers
মু'মিন

Transliteration:

Wa kuloo mimmaa razaqakumul laahu halaalan taiyibaa; wattaqul laahallazeee antum bihee mu'minon (QS. al-Māʾidah:88)

English Sahih International:

And eat of what Allah has provided for you [which is] lawful and good. And fear Allah, in whom you are believers. (QS. Al-Ma'idah, Ayah ৮৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যে সমস্ত হালাল ও পবিত্র জীবিকা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন সেগুলো ভক্ষণ কর, যে আল্লাহর প্রতি তোমরা ঈমান এনেছ তাঁকে ভয় কর। (আল মায়িদাহ, আয়াত ৮৮)

Tafsir Ahsanul Bayaan

আল্লাহ তোমাদেরকে যে জীবিকা দান করেছেন তা হতে বৈধ ও উৎকৃষ্ট বস্তু ভক্ষণ কর এবং আল্লাহকে ভয় কর, যাঁর প্রতি তোমরা সকলে বিশ্বাসী।

Tafsir Abu Bakr Zakaria

আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে খাও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন কর, যাঁর প্রতি তোমরা মুমিন।

Tafsir Bayaan Foundation

আর আহার কর আল্লাহ যা তোমাদের রিয্ক দিয়েছেন তা থেকে হালাল, পবিত্র বস্তু। আর তাকওয়া অবলম্বন কর আল্লাহর যার প্রতি তোমরা মুমিন।

Muhiuddin Khan

আল্লাহ তা’য়ালা যেসব বস্তু তোমাদেরকে দিয়েছেন, তন্মধ্য থেকে হালাল ও পবিত্র বস্তু খাও এবং আল্লাহকে ভয় কর, যার প্রতি তোমরা বিশ্বাসী।

Zohurul Hoque

আর আল্লাহ্ তোমাদের যা হালাল ও ভালো রিযেক দিয়েছেন তা থেকে ভোগ করো আর আল্লাহ্‌কে ভয়-শ্রদ্ধা করো, -- যাঁর প্রতি তোমরা মুমিন হয়েছ।