Skip to content

কুরআন মজীদ সূরা আল মায়িদাহ আয়াত ১১৩

Qur'an Surah Al-Ma'idah Verse 113

আল মায়িদাহ [৫]: ১১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالُوْا نُرِيْدُ اَنْ نَّأْكُلَ مِنْهَا وَتَطْمَىِٕنَّ قُلُوْبُنَا وَنَعْلَمَ اَنْ قَدْ صَدَقْتَنَا وَنَكُوْنَ عَلَيْهَا مِنَ الشّٰهِدِيْنَ (المائدة : ٥)

qālū
قَالُوا۟
They said
তারা বলেছিলো
nurīdu
نُرِيدُ
"We wish
"চাই আমরা
an
أَن
that
যে
nakula
نَّأْكُلَ
we eat
খাবো আমরা
min'hā
مِنْهَا
from it
থেকে তা (খাদ্য)
wataṭma-inna
وَتَطْمَئِنَّ
and satisfy
ও প্রশান্তি লাভ করবে
qulūbunā
قُلُوبُنَا
our hearts
অন্তরগুলো আমাদের
wanaʿlama
وَنَعْلَمَ
and we know
এবং আমরা জানবো
an
أَن
that
যে
qad
قَدْ
certainly
নিশ্চয়ই
ṣadaqtanā
صَدَقْتَنَا
you have spoken the truth to us
তুমি সত্য বলেছো আমাদেরকে
wanakūna
وَنَكُونَ
and we be
এবং হবো আমরা
ʿalayhā
عَلَيْهَا
over it
উপর তার
mina
مِنَ
among
অন্তর্ভূক্ত
l-shāhidīna
ٱلشَّٰهِدِينَ
the witnesses
সাক্ষীদাতাদের

Transliteration:

Qaaloo nureedu an naakula minhaa wa tatam'inna quloo bunaa wa na'lama an qad sadaqtana wa nakoona 'alaihaa minash shaahideen (QS. al-Māʾidah:113)

English Sahih International:

They said, "We wish to eat from it and let our hearts be reassured and know that you have been truthful to us and be among its witnesses." (QS. Al-Ma'idah, Ayah ১১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলেছিল, আমরা চাই যে আমরা তাত্থেকে কিছু খাব, তাতে আমাদের অন্তর পরিতৃপ্তি লাভ করবে, আর আমরা জানতে পারব যে, আপনি আমাদেরকে সত্য বলেছেন, আর সে ব্যাপারে আমরা সাক্ষী হয়ে থাকব। (আল মায়িদাহ, আয়াত ১১৩)

Tafsir Ahsanul Bayaan

তারা বলেছিল, ‘আমাদের ইচ্ছা করে যে, তা থেকে কিছু আমরা খাব ও আমাদের চিত্ত সান্ত্বনা লাভ করবে। আর আমরা জানব যে, তুমি আমাদেরকে সত্য বলেছ এবং আমরা তার সাক্ষী হয়ে যাব।’

Tafsir Abu Bakr Zakaria

তারা বলেছিল, ‘আমরা চাই যে,তা থেকে কিছু খাব ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করবে। আর আমারা জানব যে,আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমারা এর সাক্ষী থাকতে চাই।’

Tafsir Bayaan Foundation

তারা বলল, ‘আমরা তা থেকে খেতে চাই। আর আমাদের হৃদয় প্রশান্ত হবে এবং আমরা জানব যে, তুমি আমাদেরকে সত্যই বলেছ, আর আমরা এ ব্যাপারে সাক্ষীদের অন্তর্ভুক্ত হব।’

Muhiuddin Khan

তারা বললঃ আমরা তা থেকে খেতে চাই; আমাদের অন্তর পরিতৃপ্ত হবে; আমরা জেনে নেব যে, আপনি সত্য বলেছেন এবং আমরা সাক্ষ্যদাতা হয়ে যাব।

Zohurul Hoque

তারা বলেছিল -- ''আমরা চাই যে আমরা যেন তা থেকে আহার করি, আর আমাদের চিত্ত যেন পরিতৃপ্ত হয়, আর যেন আমরা জানতে পারি যে তুমি আমাদের কাছে হককথাই বলেছিলে, আর আমরা যেন সে-বিষয়ে সাক্ষীদের মধ্যেকার হতে পারি।’’