কুরআন মজীদ সূরা আল ফাতহ আয়াত ৩
Qur'an Surah Al-Fath Verse 3
আল ফাতহ [৪৮]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَّيَنْصُرَكَ اللّٰهُ نَصْرًا عَزِيْزًا (الفتح : ٤٨)
- wayanṣuraka
- وَيَنصُرَكَ
- And Allah may help you
- এবং তোমাকে সাহায্য করেন যেন
- l-lahu
- ٱللَّهُ
- And Allah may help you
- আল্লাহ
- naṣran
- نَصْرًا
- (with) a help
- সাহায্য
- ʿazīzan
- عَزِيزًا
- mighty
- বলিষ্ঠ/ জোর
Transliteration:
Wa yansurakal laahu nasran 'azeezaa(QS. al-Fatḥ:3)
English Sahih International:
And [that] Allah may aid you with a mighty victory. (QS. Al-Fath, Ayah ৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আর আল্লাহ তোমাকে প্রবল পরাক্রান্ত সাহায্য দান করেন। (আল ফাতহ, আয়াত ৩)
Tafsir Ahsanul Bayaan
এবং আল্লাহ তোমাকে বলিষ্ঠ সাহায্য দান করেন।
Tafsir Abu Bakr Zakaria
এবং আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য দান করেন।
Tafsir Bayaan Foundation
এবং তোমাকে প্রবল সাহায্য দান করেন।
Muhiuddin Khan
এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য।
Zohurul Hoque
আর যেন আল্লাহ্ তোমাকে সাহায্য করতে পারেন এক বলিষ্ঠ সাহায্যে।