কুরআন মজীদ সূরা মুহাম্মদ আয়াত ৩৩
Qur'an Surah Muhammad Verse 33
মুহাম্মদ [৪৭]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
۞ يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْٓا اَطِيْعُوا اللّٰهَ وَاَطِيْعُوا الرَّسُوْلَ وَلَا تُبْطِلُوْٓا اَعْمَالَكُمْ (محمد : ٤٧)
- yāayyuhā
- يَٰٓأَيُّهَا
- O you who believe!
- হে
- alladhīna
- ٱلَّذِينَ
- O you who believe!
- যারা
- āmanū
- ءَامَنُوٓا۟
- O you who believe!
- ঈমান এনেছ
- aṭīʿū
- أَطِيعُوا۟
- Obey
- তোমরা আনুগত্য করো
- l-laha
- ٱللَّهَ
- Allah
- আল্লাহ্র
- wa-aṭīʿū
- وَأَطِيعُوا۟
- and obey
- ও আনুগত্য করো
- l-rasūla
- ٱلرَّسُولَ
- the Messenger
- রাসুলের
- walā
- وَلَا
- and (do) not
- এবং না
- tub'ṭilū
- تُبْطِلُوٓا۟
- make vain
- তোমরা বিনষ্ট করো
- aʿmālakum
- أَعْمَٰلَكُمْ
- your deeds
- তোমাদের কর্মসমূহকে
Transliteration:
Yaaa ayyuhal lazeena aamanoo atee'ul laaha wa atee'ur Rasoola wa laa tubtilooo a'maalakum(QS. Muḥammad:33)
English Sahih International:
O you who have believed, obey Allah and obey the Messenger and do not invalidate your deeds. (QS. Muhammad, Ayah ৩৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর আর রসূলের আনুগত্য কর আর তোমাদের ‘আমালগুলোকে নষ্ট করে দিও না। (মুহাম্মদ, আয়াত ৩৩)
Tafsir Ahsanul Bayaan
হে বিশ্বাসীগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রসূলের আনুগত্য কর, আর তোমাদের কর্মসমূহ বিনষ্ট করো না। [১]
[১] অর্থাৎ, মুনাফিক ও মুর্তাদ্দের মত মুনাফিক্বী ও ধর্মত্যাগ করে নিজেদের আমলগুলো নষ্ট করো না। এ বাক্য দ্বারা যেন ইসলামের উপর অবিচল থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। কেউ কেউ মহাপাপ ও অশ্লীলতা সম্পাদন করাকেও আমলসমূহ নষ্টকারী কর্ম হিসাবে গণ্য করেছেন। আর এই জন্য মু'মিনদের গুণাবলীর মধ্যে একটি গুণ এও বর্ণিত হয়েছে যে, তারা মহাপাপ ও অশ্লীলতা থেকে দূরে থাকে। (সূরা নাজম ৫৩;৩২) এই দিক দিয়ে এ আয়াতে মহাপাপ ও অশ্লীলতা থেকে দূরে থাকার তাকীদ এসেছে। এই আয়াত থেকে এ কথাও প্রতীয়মান হয় যে, কোন আমল যতই ভাল মনে হোক না কেন, যদি তা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য-গন্ডির বাইরে হয়, তবে তা নিষ্ফল ও অনর্থক।
Tafsir Abu Bakr Zakaria
হে মুমিনগণ ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।
Tafsir Bayaan Foundation
হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর। আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।
Muhiuddin Khan
হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর, রসূলের (সাঃ) আনুগত্য কর এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না।
Zohurul Hoque
ওহে যারা ঈমান এনেছ! আল্লাহ্কে মেনে চলো ও রসূলের আজ্ঞা পালন করো, আর তোমাদের ক্রিয়াকর্ম বিফল করো না।