কুরআন মজীদ সূরা আল জাসিয়া আয়াত ২১
Qur'an Surah Al-Jathiyah Verse 21
আল জাসিয়া [৪৫]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَمْ حَسِبَ الَّذِيْنَ اجْتَرَحُوا السَّيِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ سَوَاۤءً مَّحْيَاهُمْ وَمَمَاتُهُمْ ۗسَاۤءَ مَا يَحْكُمُوْنَ ࣖࣖ (الجاثية : ٤٥)
- am
- أَمْ
- Do
- কি
- ḥasiba
- حَسِبَ
- think
- মনে করেছে
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- যারা
- ij'taraḥū
- ٱجْتَرَحُوا۟
- commit
- লিপ্ত রয়েছে
- l-sayiāti
- ٱلسَّيِّـَٔاتِ
- evil deeds
- পাপকাজ
- an
- أَن
- that
- যে
- najʿalahum
- نَّجْعَلَهُمْ
- We will make them
- তাদেরকে করব আমরা
- ka-alladhīna
- كَٱلَّذِينَ
- like those
- (তাদের) মতো যারা
- āmanū
- ءَامَنُوا۟
- who believed
- ঈমান এনেছে
- waʿamilū
- وَعَمِلُوا۟
- and did
- ও কাজ করেছে
- l-ṣāliḥāti
- ٱلصَّٰلِحَٰتِ
- righteous deeds
- সৎ
- sawāan
- سَوَآءً
- equal
- (উভয়ে) সমান
- maḥyāhum
- مَّحْيَاهُمْ
- (in) their life
- তাদের জীবন
- wamamātuhum
- وَمَمَاتُهُمْۚ
- and their death?
- ও তাদের মৃত্যু (এক রকম হবে)
- sāa
- سَآءَ
- Evil is
- কত মন্দ
- mā
- مَا
- what
- যা
- yaḥkumūna
- يَحْكُمُونَ
- they judge!
- তারা মীমাংসা করে
Transliteration:
Am hasibal lazeenaj tarahus saiyiaati an naj'alahum kallazeena aamanoo wa 'amilu saalihaati sawaaa'am mahyaahum wa mamaatuhum; saaa'a maa yahkumoon(QS. al-Jāthiyah:21)
English Sahih International:
Or do those who commit evils think We will make them like those who have believed and done righteous deeds – [make them] equal in their life and their death? Evil is that which they judge [i.e., assume]. (QS. Al-Jathiyah, Ayah ২১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যারা অন্যায় কাজ করে তারা কি এ কথা ভেবে নিয়েছে যে, আমি তাদেরকে আর ঈমান গ্রহণকারী সৎকর্মশীলদেরকে সমান গণ্য করব যার ফলে তাদের উভয় দলের জীবন ও মৃত্যু সমান হয়ে যাবে? কতই না মন্দ তাদের ফয়সালা! (আল জাসিয়া, আয়াত ২১)
Tafsir Ahsanul Bayaan
দুষ্ককৃতকারীরা কি মনে করে যে, আমি জীবন ও মৃত্যুর দিক দিয়ে ওদেরকে তাদের সমান গণ্য করব, যারা বিশ্বাস করে এবং সৎকাজ করে? [১] ওদের ফায়সালা কত নিকৃষ্ট।
[১] অর্থাৎ, ইহকালে ও পরকালে উভয়ের মধ্যে যেন কোন পার্থক্য করব না। এ রকম কখনও হতে পারে না। অথবা অর্থ হল, যেভাবে দুনিয়াতে ওরা সমান সমান ছিল, অনুরূপ আখেরাতেও সমান সমান থাকবে। মরে এরাও শেষ হয়ে যাবে এবং ওরাও? না দুষ্ককৃতকারীদেরকে শাস্তি দেওয়া হবে, আর না বিশ্বাসী ও সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করা হবে। এ রকম হবে না। এই জন্য পরে বলেছেন, ওদের ফায়সালা কতই না মন্দ!
Tafsir Abu Bakr Zakaria
নাকি যারা দুষ্কর্ম করেছে তারা মনে করে যে, আমরা জীবন ও মৃত্যুর দিক দিয়ে তাদেরকে ওদের মত গণ্য করব যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে? তাদের বিচার-সিদ্ধান্ত কতই না মন্দ !
Tafsir Bayaan Foundation
যারা দুষ্কর্ম করেছে তারা কি মনে করে যে, জীবন ও মৃত্যুর ক্ষেত্রে আমি তাদেরকে এ সব লোকের সমান গণ্য করব, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে? তাদের বিচার কতইনা মন্দ!
Muhiuddin Khan
যারা দুস্কর্ম উপার্জন করেছে তারা কি মনে করে যে, আমি তাদেরকে সে লোকদের মত করে দেব, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং তাদের জীবন ও মুত্যু কি সমান হবে? তাদের দাবী কত মন্দ।
Zohurul Hoque
যারা দুস্কর্ম করেছে তারা কি ভাবে যে আমরা তাদের বানিয়ে দেব তাদের মতো যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে -- তাদের জীবন ও তাদের মরণ কি এক সমান? কত নিকৃষ্ট যা তারা সিদ্ধান্ত করে!