কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ৫১
Qur'an Surah Ad-Dukhan Verse 51
আদ দোখান [৪৪]: ৫১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّ الْمُتَّقِيْنَ فِيْ مَقَامٍ اَمِيْنٍۙ (الدخان : ٤٤)
- inna
- إِنَّ
- Indeed
- নিশ্চয়ই
- l-mutaqīna
- ٱلْمُتَّقِينَ
- the righteous
- মুত্তাকীরা (থাকবে)
- fī
- فِى
- (will be) in
- মধ্যে
- maqāmin
- مَقَامٍ
- a place
- স্থানের
- amīnin
- أَمِينٍ
- secure
- নিরাপদ
Transliteration:
Innal muttaqeena fee maqaamin ameen(QS. ad-Dukhān:51)
English Sahih International:
Indeed, the righteous will be in a secure place: (QS. Ad-Dukhan, Ayah ৫১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে, (আদ দোখান, আয়াত ৫১)
Tafsir Ahsanul Bayaan
নিশ্চয় সাবধানীরা থাকবে নিরাপদ স্থানে--
Tafsir Abu Bakr Zakaria
নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে [১]—
[১] শান্তি ও নিরাপত্তার জায়গা অর্থ এমন জায়গা যেখানে কোন প্রকার আশংকা থাকবে না। কোন দুঃখ, অস্থিরতা, বিপদ, আশংকা এবং পরিশ্রম ও কষ্ট থাকবে না। হাদীসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ জান্নাতবাসীদের বলে দেয়া হবে, তোমরা এখানে চিরদিন সুস্থ থাকবে, কখনো রোগাক্রান্ত হবে না, চিরদিন জীবিত থাকবে, কখনো মরবে না চিরদিন সুখী থাকবে কখনো দুর্দশাগ্ৰস্ত হবে না এবং চিরদিন যুবক থাকবে, কখনো বৃদ্ধ হবে না। [মুসলিম; ২৮৩৭]
Tafsir Bayaan Foundation
নিশ্চয় মুত্তাকীরা থাকবে নিরাপদ স্থানে,
Muhiuddin Khan
নিশ্চয় খোদাভীরুরা নিরাপদ স্থানে থাকবে-
Zohurul Hoque
অবশ্য ধর্মভীরুরা থাকবে নিরাপদ স্থানে --