Skip to content

কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ৪৫

Qur'an Surah Ad-Dukhan Verse 45

আদ দোখান [৪৪]: ৪৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

كَالْمُهْلِ ۛ يَغْلِيْ فِى الْبُطُوْنِۙ (الدخان : ٤٤)

kal-muh'li
كَٱلْمُهْلِ
Like the murky oil
গলিত তামার মতো
yaghlī
يَغْلِى
it will boil
ফুটবে
فِى
in
মধ্যে
l-buṭūni
ٱلْبُطُونِ
the bellies
পেটের

Transliteration:

Kalmuhli yaghlee filbutoon (QS. ad-Dukhān:45)

English Sahih International:

Like murky oil, it boils within bellies (QS. Ad-Dukhan, Ayah ৪৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

গলিত তামার মত পেটে ফুটতে থাকবে। (আদ দোখান, আয়াত ৪৫)

Tafsir Ahsanul Bayaan

গলিত তামার মত[১] তা পেটের ভিতর ফুটতে থাকবে,

[১] مُهْلٌ গলিত তামা, আগুনে গলিত জিনিস। অথবা তৈলকিট্ট; যা তেলপাত্রের তলে ঘোলাটে মাটির মত পড়ে থাকে।

Tafsir Abu Bakr Zakaria

গলিত তামার মত, পেটের মধ্যে ফুটতে থাকবে

Tafsir Bayaan Foundation

গলিত তামার মত, উদরসমূহে ফুটতে থাকবে।

Muhiuddin Khan

গলিত তাম্রের মত পেটে ফুটতে থাকবে।

Zohurul Hoque

গলিত পিতলের মতো, -- পেটের ভেতরে,