Skip to content

কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ৩১

Qur'an Surah Ad-Dukhan Verse 31

আদ দোখান [৪৪]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مِنْ فِرْعَوْنَ ۗاِنَّهٗ كَانَ عَالِيًا مِّنَ الْمُسْرِفِيْنَ (الدخان : ٤٤)

min
مِن
From
দেওয়া
fir'ʿawna
فِرْعَوْنَۚ
Firaun
ফিরআউনের
innahu
إِنَّهُۥ
Indeed he
সে নিশ্চয়ই
kāna
كَانَ
was
ছিলো
ʿāliyan
عَالِيًا
arrogant
পরাক্রান্ত
mina
مِّنَ
among
মধ্য হতে
l-mus'rifīna
ٱلْمُسْرِفِينَ
the transgressors
সীমালংঘনকারীদের

Transliteration:

Min Fir'awn; innahoo kaana 'aaliyam minal musrifeen (QS. ad-Dukhān:31)

English Sahih International:

From Pharaoh. Indeed, he was a haughty one among the transgressors. (QS. Ad-Dukhan, Ayah ৩১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ফেরাউনের। সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষে। (আদ দোখান, আয়াত ৩১)

Tafsir Ahsanul Bayaan

(উদ্ধার করেছিলাম) ফিরআউন হতে; নিশ্চয় সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে উদ্ধত।

Tafsir Abu Bakr Zakaria

ফির’আউন থেকে ; নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

Tafsir Bayaan Foundation

ফির‘আউন থেকে, নিশ্চয় সে ছিল সীমালঙ্ঘনকারীদের শীর্ষস্থানীয়।

Muhiuddin Khan

ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়।

Zohurul Hoque

ফির'আউনের থেকে। নিঃসন্দেহ সে ছিল মহাউদ্ধত, সীমালংঘনকারীদের অন্তর্ভুক্ত।