কুরআন মজীদ সূরা আদ দোখান আয়াত ২৬
Qur'an Surah Ad-Dukhan Verse 26
আদ দোখান [৪৪]: ২৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَّزُرُوْعٍ وَّمَقَامٍ كَرِيْمٍۙ (الدخان : ٤٤)
- wazurūʿin
- وَزُرُوعٍ
- And cornfields
- এবং শস্যক্ষেত
- wamaqāmin
- وَمَقَامٍ
- and places
- ও বাসস্থান
- karīmin
- كَرِيمٍ
- noble
- সুন্দর
Transliteration:
Wa zuroo'inw wa maqaa min kareem(QS. ad-Dukhān:26)
English Sahih International:
And crops and noble sites (QS. Ad-Dukhan, Ayah ২৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শস্য ক্ষেত, আর অভিজাত স্থান, (আদ দোখান, আয়াত ২৬)
Tafsir Ahsanul Bayaan
কত শস্যক্ষেত ও সুরম্য প্রাসাদ,
Tafsir Abu Bakr Zakaria
শস্যক্ষেত্র ও সুরম্য প্রাসাদ,
Tafsir Bayaan Foundation
শ্যামল শস্যক্ষেত ও সুরম্য বাসস্থান,
Muhiuddin Khan
কত শস্যক্ষেত্র ও সূরম্য স্থান।
Zohurul Hoque
আর খেত-খামার ও মনোরম বাসস্থান,