কুরআন মজীদ সূরা যুখরুফ আয়াত ৭৯
Qur'an Surah Az-Zukhruf Verse 79
যুখরুফ [৪৩]: ৭৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَمْ اَبْرَمُوْٓا اَمْرًا فَاِنَّا مُبْرِمُوْنَۚ (الزخرف : ٤٣)
- am
- أَمْ
- Or
- তবে কি
- abramū
- أَبْرَمُوٓا۟
- have they determined
- তারা সিদ্ধান্ত নিয়েছে
- amran
- أَمْرًا
- an affair?
- একটি বিষয়ে
- fa-innā
- فَإِنَّا
- Then indeed We
- নিশ্চয়ই তবে আমরাও
- mub'rimūna
- مُبْرِمُونَ
- (are) determined
- সিদ্ধান্ত গ্রহণকারী (তাদের ব্যাপারে)
Transliteration:
Am abramooo amran fainnaa mubrimoon(QS. az-Zukhruf:79)
English Sahih International:
Or have they devised [some] affair? But indeed, We are devising [a plan]. (QS. Az-Zukhruf, Ayah ৭৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা কি (নিজেদের মধ্যে সলা-পরামর্শ করে কোন) চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে? চূড়ান্ত সিদ্ধান্ত তো আমিই নিয়ে থাকি (যাবতীয় ব্যাপারে আল্লাহ যা চান তাই শেষে ঘটে)। (যুখরুফ, আয়াত ৭৯)
Tafsir Ahsanul Bayaan
ওরা কি কোন কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমিও তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। [১]
[১] إِبْرَامٌ এর অর্থ হল, সুদৃঢ়, চূড়ান্ত, পাকাপোক্ত ও মজবুত করা। أَمْ এখানে بَلْ অর্থে ব্যবহূত। অর্থাৎ, এই জাহান্নামীরা সত্যকে কেবল অপছন্দই করেনি, বরং তার বিরুদ্ধে সুপরিকল্পিত সংগঠিত ষড়যন্ত্র ও চক্রান্তও করেছে। তাদের জওয়াবে আমিও চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করলাম। আর আমার থেকে অধিক বলিষ্ঠ ব্যবস্থা কে গ্রহণ করতে পারে? এই অর্থেরই আয়াত হল এইটাঃ {اَمْ يُرِيْدُوْنَ كَيْدًا فَالَّذِيْنَ كَفَرُوْا هُمُ الْمَكِيْدُوْنَ} (الطور; ৪২)
Tafsir Abu Bakr Zakaria
নাকি তারা কোন ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত গ্ৰহণ করেছে? নিশ্চয় আমিই তো চূড়ান্ত সিদ্ধান্তকারী।
Tafsir Bayaan Foundation
না কি তারা কোন ব্যাপারে পাকা সিদ্ধান্ত নিয়েছে? নিশ্চয় আমি চূড়ান্ত সিদ্ধান্তকারী।
Muhiuddin Khan
তারা কি কোন ব্যবস্থা চুড়ান্ত করেছে? তাহলে আমিও এক ব্যবস্থা চুড়ান্ত করেছি।
Zohurul Hoque
অথবা তারা কি কোনো ব্যাপারে সিদ্ধান্ত করে ফেলেছে? কিন্ত বাস্তবে আমরাই সিদ্ধান্তকারী।