Skip to content

কুরআন মজীদ সূরা যুখরুফ আয়াত ৩১

Qur'an Surah Az-Zukhruf Verse 31

যুখরুফ [৪৩]: ৩১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَقَالُوْا لَوْلَا نُزِّلَ هٰذَا الْقُرْاٰنُ عَلٰى رَجُلٍ مِّنَ الْقَرْيَتَيْنِ عَظِيْمٍ (الزخرف : ٤٣)

waqālū
وَقَالُوا۟
And they say
এবং তারা বললো
lawlā
لَوْلَا
"Why not
"কেন না
nuzzila
نُزِّلَ
was sent down
অবতীর্ণ হলো
hādhā
هَٰذَا
this
এই
l-qur'ānu
ٱلْقُرْءَانُ
the Quran
কুরআন
ʿalā
عَلَىٰ
to
উপর
rajulin
رَجُلٍ
a man
এক ব্যক্তির
mina
مِّنَ
from
মধ্য হ'তে
l-qaryatayni
ٱلْقَرْيَتَيْنِ
the two towns
(মাক্কা ও তায়েফের) দু'টি জনপদের
ʿaẓīmin
عَظِيمٍ
great?"
(যে) বড় বা প্রতিপত্তিশালীর"

Transliteration:

Wa qaaloo law laa nuzzila haazal Quraanu 'alaa rajulim minal qaryataini 'azeem (QS. az-Zukhruf:31)

English Sahih International:

And they said, "Why was this Quran not sent down upon a great man from [one of] the two cities?" (QS. Az-Zukhruf, Ayah ৩১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলল- এ কুরআন (মক্কা ও তায়েফ এ) দু’ জনপদের কোন গণ্যমান্য ব্যক্তির উপর কেন অবতীর্ণ হল না? (যুখরুফ, আয়াত ৩১)

Tafsir Ahsanul Bayaan

ওরা বলে, ‘এ কুরআন কেন অবতীর্ণ করা হল না দু’টি জনপদের কোন প্রতিপত্তিশালী ব্যক্তির ওপর?’ [১]

[১] দু'টি জনপদ বলতে মক্কা ও তায়েফকে বুঝানো হয়েছে। আর প্রতিপত্তিশালী ব্যক্তি বলতে অধিকাংশ মুফাসসিরের নিকট মক্কার অলীদ বিন মুগীরা এবং তায়েফের উরওয়া বিন মাসউদ সাক্বাফীর প্রতি ইঙ্গিত করা হয়েছে। কেউ কেউ আরো কিছু নাম উল্লেখ করেছেন। তবে এর উদ্দেশ্য হল, এমন দু'টি ব্যক্তিত্বের নির্বাচন, যারা হবে পূর্ব থেকেই মহা সম্মান ও পদের অধিকারী, প্রভাব-প্রতিপত্তি ও বিত্তশালী এবং সব-সব গোত্রে গণ্যমান্য। অর্থাৎ, কুরআন যদি অবতীর্ণ হত, তবে দু'টি শহরের মধ্য থেকে এ রকম কোন ব্যক্তির উপর অবতীর্ণ হত, ঐ মুহাম্মাদের উপর নয়, যার ঘর পার্থিব ধন-সম্পদ থেকে শূন্য এবং যে তার জাতির নেতৃত্ব ও সর্দারির পদেও প্রতিষ্ঠিত নয়।

Tafsir Abu Bakr Zakaria

আর তারা বলে, ‘এ কুরআন কেন নাযিল করা হল না দুই জনপদের কোন মহান ব্যক্তির উপর? ’

Tafsir Bayaan Foundation

আর তারা বলল, ‘এ কুরআন কেন দুই জনপদের মধ্যকার কোন মহান ব্যক্তির উপর নাযিল করা হল না’?।

Muhiuddin Khan

তারা বলে, কোরআন কেন দুই জনপদের কোন প্রধান ব্যক্তির উপর অবতীর্ণ হল না?

Zohurul Hoque

আর তারা বলে, ''এই কুরআনখানা দুটো জনপদের মধ্যের কোনো এক প্রভাবশালী ব্যক্তির কাছে কেন অবতীর্ণ হল না?’’