কুরআন মজীদ সূরা আশ-শুরা আয়াত ৫
Qur'an Surah Ash-Shuraa Verse 5
আশ-শুরা [৪২]: ৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
تَكَادُ السَّمٰوٰتُ يَتَفَطَّرْنَ مِنْ فَوْقِهِنَّ وَالْمَلٰۤىِٕكَةُ يُسَبِّحُوْنَ بِحَمْدِ رَبِّهِمْ وَيَسْتَغْفِرُوْنَ لِمَنْ فِى الْاَرْضِۗ اَلَآ اِنَّ اللّٰهَ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ (الشورى : ٤٢)
- takādu
- تَكَادُ
- Almost
- (তাঁর সাথে শরিক করায়) উপক্রম হয়
- l-samāwātu
- ٱلسَّمَٰوَٰتُ
- the heavens
- আকাশ
- yatafaṭṭarna
- يَتَفَطَّرْنَ
- break up
- ভেঙে পড়ার
- min
- مِن
- from
- থেকে
- fawqihinna
- فَوْقِهِنَّۚ
- above them
- তাদের উপর
- wal-malāikatu
- وَٱلْمَلَٰٓئِكَةُ
- and the Angels
- এবং ফেরেশতারা
- yusabbiḥūna
- يُسَبِّحُونَ
- glorify
- পবিত্রতা ঘোষণা করে
- biḥamdi
- بِحَمْدِ
- (the) praise
- প্রশংসাসহ
- rabbihim
- رَبِّهِمْ
- (of) their Lord
- তাদের রবের
- wayastaghfirūna
- وَيَسْتَغْفِرُونَ
- and ask for forgiveness
- এবং ক্ষমা প্রার্থনা করে
- liman
- لِمَن
- for those
- (তাদের) জন্যে যারা
- fī
- فِى
- on
- মধ্যে (আছে)
- l-arḍi
- ٱلْأَرْضِۗ
- the earth
- পৃথিবীর
- alā
- أَلَآ
- Unquestionably
- জেনে রাখো
- inna
- إِنَّ
- indeed
- নিশ্চয়ই
- l-laha
- ٱللَّهَ
- Allah
- আল্লাহ
- huwa
- هُوَ
- He
- তিনিই
- l-ghafūru
- ٱلْغَفُورُ
- (is) the Oft-Forgiving
- ক্ষমাশীল
- l-raḥīmu
- ٱلرَّحِيمُ
- the Most Merciful
- পরম দয়ালু
Transliteration:
Takaadus samaawaatu yatafattarna min fawqihinn; walmalaaa'ikatu yusabbihoona bihamdi Rabbihim wa yastaghfiroona liman fil ard; alaaa innal laaha huwal Ghafoorur Raheem(QS. aš-Šūrā:5)
English Sahih International:
The heavens almost break from above them, and the angels exalt [Allah] with praise of their Lord and ask forgiveness for those on earth. Unquestionably, it is Allah who is the Forgiving, the Merciful. (QS. Ash-Shuraa, Ayah ৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় (সুমহান আল্লাহর প্রতি শ্রদ্ধাপূর্ণ ভয়ভীতিতে) আর ফেরেশতারা তাদের প্রতিপালকের প্রশংসা ও মহিমা ঘোষণা করে এবং যারা পৃথিবীতে আছে তাদের জন্য (আল্লাহর নিকট) ক্ষমা প্রার্থনা করে। জেনে রেখ, আল্লাহ, তিনি বড়ই ক্ষমাশীল, অতি দয়ালু। (আশ-শুরা, আয়াত ৫)
Tafsir Ahsanul Bayaan
আকাশমন্ডলী ঊর্ধ্বদেশ হতে ভেঙে পড়ার উপক্রম হয়[১] এবং ফিরিশতা তাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীর বাসিন্দার জন্য ক্ষমা প্রার্থনা করে।[২] জেনে রাখ যে, নিশ্চয় আল্লাহ, তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।[৩]
[১] আল্লাহর মহত্ত্ব ও তাঁর প্রতাপের কারণে।
[২] এ বিষয়টি সূরা মুমিনের ৪০;৭ নং আয়াতে আলোচিত হয়েছে।
[৩] তাঁর বন্ধুদের এবং তাঁর অনুগতদের অথবা তাঁর সকল বান্দাদের জন্য। কেননা, কাফের ও অবাধ্যজনদেরকে সত্বর পাকড়াও না করে এক নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়াটাও তাঁর এক প্রকার দয়া ও ক্ষমা।
Tafsir Abu Bakr Zakaria
আসমানসমূহ উপর থেকে ভেঙ্গে পড়ার উপক্রম হয়, আর ফেরেশতাগণ তাদের রবের সপ্ৰশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং যমীনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখুন, নিশ্চয় আল্লাহ, তিনিই ক্ষমাশীল, পরম দয়ালু।
Tafsir Bayaan Foundation
উপর থেকে আসমান ফেটে পড়ার উপক্রম হয়; আর ফেরেশতারা তাদের রবের প্রশংসায় তাসবীহ পাঠ করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে; জেনে রেখ, আল্লাহ, তিনি তো অতি ক্ষমাশীল, পরম দয়ালু।
Muhiuddin Khan
আকাশ উপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় আর তখন ফেরেশতাগণ তাদের পালনকর্তার প্রশংসাসহ পবিত্রতা বর্ণনা করে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে। শুনে রাখ, আল্লাহই ক্ষমাশীল, পরম করুনাময়।
Zohurul Hoque
মহাকাশমন্ডলী তাদের উপর থেকে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে, কিন্ত ফিরিশ্তারা তাদের প্রভুর প্রশংসায় জপতপ করে এবং পৃথিবীতে যারা আছে তাদের জন্য পরিত্রাণ খোঁজে। এটি কি নয় যে নিঃসন্দেহ আল্লাহ্, তিনি পরম ক্ষমাশীল, অফুরন্ত ফলদাতা?