কুরআন মজীদ সূরা আশ-শুরা আয়াত ২৯
Qur'an Surah Ash-Shuraa Verse 29
আশ-শুরা [৪২]: ২৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمِنْ اٰيٰتِهٖ خَلْقُ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَثَّ فِيْهِمَا مِنْ دَاۤبَّةٍ ۗوَهُوَ عَلٰى جَمْعِهِمْ اِذَا يَشَاۤءُ قَدِيْرٌ ࣖ (الشورى : ٤٢)
- wamin
- وَمِنْ
- And among
- এবং মধ্য হ'তে (রয়েছে)
- āyātihi
- ءَايَٰتِهِۦ
- His Signs
- তাঁর নিদর্শনাবলীর
- khalqu
- خَلْقُ
- (is the) creation
- সৃষ্টি
- l-samāwāti
- ٱلسَّمَٰوَٰتِ
- (of) the heavens
- আকাশের
- wal-arḍi
- وَٱلْأَرْضِ
- and the earth
- ও পৃথিবীর
- wamā
- وَمَا
- and whatever
- এবং যা কিছু
- batha
- بَثَّ
- He has dispersed
- ছড়িয়ে দিয়েছেন
- fīhimā
- فِيهِمَا
- in both of them
- তার উভয়ের মধ্যে
- min
- مِن
- of
- (বিভিন্ন) ধরণের
- dābbatin
- دَآبَّةٍۚ
- (the) creatures
- জীবজন্তু
- wahuwa
- وَهُوَ
- And He
- এবং তিনি
- ʿalā
- عَلَىٰ
- (is) over
- উপর
- jamʿihim
- جَمْعِهِمْ
- their gathering
- তাদের একত্রিত করার
- idhā
- إِذَا
- when
- যখন
- yashāu
- يَشَآءُ
- He wills
- তিনি ইচ্ছে করবেন
- qadīrun
- قَدِيرٌ
- All-Powerful
- সক্ষম
Transliteration:
Wa min Aayaatihee khalqus samaawaati wal ardi wa maa bassa feehimaa min daaabbah; wa Huwa 'alaa jam'ihim izaa yashaaa'u Qadeer(QS. aš-Šūrā:29)
English Sahih International:
And of His signs is the creation of the heavens and earth and what He has dispersed throughout them of creatures. And He, for gathering them when He wills, is competent. (QS. Ash-Shuraa, Ayah ২৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাঁর নিদর্শনসমূহের অন্তর্গত হল আসমান ও যমীনের সৃষ্টি, আর এ দু’য়ের ভিতর যে প্রাণীকুল ছড়িয়ে দিয়েছেন তিনি। আর যখন ইচ্ছে তিনি তাদেরকে একত্রিত করতে সক্ষম। (আশ-শুরা, আয়াত ২৯)
Tafsir Ahsanul Bayaan
তাঁর অন্যতম নিদর্শন আকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি; তিনি যখন ইচ্ছা তখনই ওদেরকে সমবেত করতে সক্ষম।[১]
[১] دَابَّةٌ (যমীনে বিচরণশীল জীব) একটি ব্যাপক শব্দ; যাতে মানুষ ও জ্বিন ব্যতীত অন্যান্য সমস্ত জীব-জন্তু শামিল। যাদের আকৃতি, রঙ, ভাষা, স্বভাব ও রুচি এবং প্রকার ও শ্রেণী একে অপর থেকে অবশ্যই ভিন্ন ভিন্ন। আর তারা পৃথিবীর বিভিন্ন অংশে ছড়িয়ে রয়েছে। এদের সকলকেই মহান আল্লাহ কিয়ামতের দিন একই ময়দানে একত্রিত করবেন।
Tafsir Abu Bakr Zakaria
আর তাঁর অন্যতম নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সকল জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো; আর তিনি যখন ইচ্ছে তখনই তাদেরকে সমবেত করতে সক্ষম।
Tafsir Bayaan Foundation
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমানসমূহ ও যমীনের সৃষ্টি এবং এতদোভয়ের মধ্যে তিনি যে সব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো। তিনি যখন ইচ্ছা তখনই এগুলোকে একত্র করতে সক্ষম।
Muhiuddin Khan
তাঁর এক নিদর্শন নভোমন্ডল ও ভূমন্ডলের সৃষ্টি এবং এতদুভয়ের মধ্যে তিনি যেসব জীব-জন্তু ছড়িয়ে দিয়েছেন। তিনি যখন ইচ্ছা এগুলোকে একত্রিত করতে সক্ষম।
Zohurul Hoque
আর তাঁর নিদর্শনগুলোর মধ্যে হচ্ছে মহাকাশমন্ডলী ও পৃথিবীর সৃষ্টি, আর এ দুইয়ের মধ্যে জীবজন্তুর যে-সব তিনি ছড়িয়ে দিয়েছেন সেগুলি। আর যখন তিনি চান তখনই তাদের জমায়েৎ করণে তিনি পরম ক্ষমতাবান।