কুরআন মজীদ সূরা হা-মীম সেজদাহ আয়াত ২২
Qur'an Surah Fussilat Verse 22
হা-মীম সেজদাহ [৪১]: ২২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمَا كُنْتُمْ تَسْتَتِرُوْنَ اَنْ يَّشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلَآ اَبْصَارُكُمْ وَلَا جُلُوْدُكُمْ وَلٰكِنْ ظَنَنْتُمْ اَنَّ اللّٰهَ لَا يَعْلَمُ كَثِيْرًا مِّمَّا تَعْمَلُوْنَ (فصلت : ٤١)
- wamā
- وَمَا
- And not
- আর না
- kuntum
- كُنتُمْ
- you were
- তোমরা
- tastatirūna
- تَسْتَتِرُونَ
- covering yourselves
- লুকাতে (তখন জানতেন)
- an
- أَن
- lest
- যে
- yashhada
- يَشْهَدَ
- testify
- সাক্ষ্য দিবে
- ʿalaykum
- عَلَيْكُمْ
- against you
- তোমাদের বিরুদ্ধে
- samʿukum
- سَمْعُكُمْ
- your hearing
- তোমাদের কান
- walā
- وَلَآ
- and not
- এবং না (জানতে)
- abṣārukum
- أَبْصَٰرُكُمْ
- your sight
- তোমাদের চোখগুলো (সাক্ষ্য দিবে)
- walā
- وَلَا
- and not
- আর না (জানতে)
- julūdukum
- جُلُودُكُمْ
- your skins
- তোমাদের ত্বকগুলো (সাক্ষ্য দিবে)
- walākin
- وَلَٰكِن
- but
- কিন্তু
- ẓanantum
- ظَنَنتُمْ
- you assumed
- তোমরা মনে করতে
- anna
- أَنَّ
- that
- যে
- l-laha
- ٱللَّهَ
- Allah
- আল্লাহ
- lā
- لَا
- (does) not
- না
- yaʿlamu
- يَعْلَمُ
- know
- জানেন কিছুই
- kathīran
- كَثِيرًا
- much
- অনেক
- mimmā
- مِّمَّا
- of what
- ঐ বিষয়কে যা
- taʿmalūna
- تَعْمَلُونَ
- you do
- তোমরা কাজ করতে
Transliteration:
Wa maa kuntum tastatiroona ai-yashhada 'alaikum sam'ukum wa laaa absaarukum wa laa juloodukum wa laakin zanantum annal laaha laa ya'lamu kaseeram mimmaa ta'maloon(QS. Fuṣṣilat:22)
English Sahih International:
And you were not covering [i.e., protecting] yourselves, lest your hearing testify against you or your sight or your skins, but you assumed that Allah does not know much of what you do. (QS. Fussilat, Ayah ২২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(দুনিয়ায় নিজেদের শরীরের অংশগুলোকে তোমরা) এই ভেবে গোপন করতে না যে, না তোমাদের কান, না তোমাদের চোখ আর না তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। বরং তোমরা মনে করতে যে, তোমরা যা কর তার অধিকাংশই আল্লাহ জানেন না। (হা-মীম সেজদাহ, আয়াত ২২)
Tafsir Ahsanul Bayaan
তোমাদের কান, চোখ ও চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না --এ বিশ্বাসে তোমরা এদের নিকট কিছু গোপন করতে না;[১] উপরন্তু তোমরা মনে করতে যে, তোমরা যা করতে, তার অনেক কিছুই আল্লাহ জানেন না! [২]
[১] এর অর্থ হল, তোমরা পাপকাজ করার সময় মানুষকে গোপন করার চেষ্টা তো করেছিলে, কিন্তু এ ব্যাপারে তোমাদের কোনই আশঙ্কা ছিল না যে, তোমাদের বিরুদ্ধে স্বয়ং তোমাদের অঙ্গগুলো সাক্ষ্য দেবে। তাই তাদের নিকট থেকে গোপনীয়তা অবলম্বন করার কোনই প্রয়োজন তোমরা অনুভব করনি। আর এর কারণ ছিল, তোমাদের পুনরুত্থানকে অস্বীকার করা এবং তার উপর বিশ্বাস না রাখা।
[২] এই জন্য তোমরা আল্লাহর সীমা উল্লংঘন এবং তাঁর অবাধ্যাচরণ করতে ভয়শূন্য ছিলে।
Tafsir Abu Bakr Zakaria
'আর তোমরা কিছুই গোপন করতে না এ বিশ্বাসে যে, তোমাদের কান, চোখ ও ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে না--- বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ্ জানেন না।
Tafsir Bayaan Foundation
তোমরা কিছুই গোপন করতে না এই বিশ্বাসে যে, তোমাদের কান, চোখসমূহ ও চামড়াসমূহ তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না, বরং তোমরা মনে করেছিলে যে, তোমরা যা কিছু করতে আল্লাহ তার অনেক কিছুই জানেন না।
Muhiuddin Khan
তোমাদের কান, তোমাদের চক্ষু এবং তোমাদের ত্বক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে না ধারণার বশবর্তী হয়ে তোমরা তাদের কাছে কিছু গোপন করতে না। তবে তোমাদের ধারণা ছিল যে, তোমরা যা কর তার অনেক কিছুই আল্লাহ জানেন না।
Zohurul Hoque
আর তোমাদের কান তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার ব্যাপারে তোমরা কিছুই গোপন রাখতে না, আর তোমাদের চোখের থেকেও নয়, আর তোমাদের ছাল-চামড়া থেকেও নয়, উপরন্তু তোমরা মনে করতে যে তোমরা যা করেছিলে তার অধিকাংশই আল্লাহ্ জানেন না।