Skip to content

কুরআন মজীদ সূরা আল-মু'মিন আয়াত ৮৪

Qur'an Surah Ghafir Verse 84

আল-মু'মিন [৪০]: ৮৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَلَمَّا رَاَوْا بَأْسَنَاۗ قَالُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَحْدَهٗ وَكَفَرْنَا بِمَا كُنَّا بِهٖ مُشْرِكِيْنَ (غافر : ٤٠)

falammā
فَلَمَّا
So when
অতঃপর যখন
ra-aw
رَأَوْا۟
they saw
তারা দেখলো
basanā
بَأْسَنَا
Our punishment
আমাদের শাস্তি
qālū
قَالُوٓا۟
they said
তারা বললো
āmannā
ءَامَنَّا
"We believe
"আমরা ঈমান এনেছি
bil-lahi
بِٱللَّهِ
in Allah
আল্লাহর উপর
waḥdahu
وَحْدَهُۥ
Alone
তাঁর একারই
wakafarnā
وَكَفَرْنَا
and we disbelieve
এবং আমরা অস্বীকার করছি
bimā
بِمَا
in what
তা সবকে
kunnā
كُنَّا
we used (to)
আমরা ছিলাম
bihi
بِهِۦ
with Him
যার সাথে
mush'rikīna
مُشْرِكِينَ
associate"
শরিককারী"

Transliteration:

Falammaa ra aw baasanaa qaalooo aamannaa billaahi wahdahoo wa kafarnaa bimaa kunnaa bihee mushrikeen (QS. Ghāfir:84)

English Sahih International:

And when they saw Our punishment, they said, "We believe in Allah alone and disbelieve in that which we used to associate with Him." (QS. Ghafir, Ayah ৮৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার শাস্তি তারা যখন দেখল তখন তারা বলল- আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম আর যাদেরকে আমরা (আল্লাহর) শরীক গণ্য করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম। (আল-মু'মিন, আয়াত ৮৪)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর ওরা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, ‘আমরা এক আল্লাহতেই বিশ্বাস করলাম এবং আমরা তাঁর সঙ্গে যাদেরকে অংশী করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম।’

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর তারা যখন আমাদের শাস্তি দেখল তখন বলল, 'আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম এবং আমরা তার সাথে যাদেরকে শরীক করতাম তাদের সাথে কুফরী করলাম।’

Tafsir Bayaan Foundation

তারপর তারা যখন আমার আযাব দেখল তখন বলল, ‘আমরা এক আল্লাহর প্রতি ঈমান আনলাম, আর যাদেরকে আমরা তার সাথে শরীক করতাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম’।

Muhiuddin Khan

তারা যখন আমার শাস্তি প্রত্যক্ষ করল, তখন বলল, আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করলাম এবং যাদেরকে শরীক করতাম, তাদেরকে পরিহার করলাম।

Zohurul Hoque

সুতরাং তারা যখন আমাদের দুর্যোগ দেখতে পেল তখন বলল, ''আমরা আল্লাহ্‌তে, তাঁর একত্বে, বিশ্বাস করছি, আর যাদের আমরা তাঁর সঙ্গে শরীক করেছিলাম তাদের আমরা অস্বীকার করছি।’’