কুরআন মজীদ সূরা আল-মু'মিন আয়াত ৭০
Qur'an Surah Ghafir Verse 70
আল-মু'মিন [৪০]: ৭০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَّذِيْنَ كَذَّبُوْا بِالْكِتٰبِ وَبِمَآ اَرْسَلْنَا بِهٖ رُسُلَنَا ۗفَسَوْفَ يَعْلَمُوْنَۙ (غافر : ٤٠)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- যারা
- kadhabū
- كَذَّبُوا۟
- deny
- মিথ্যারোপ করে
- bil-kitābi
- بِٱلْكِتَٰبِ
- the Book
- (এই) কিতাবের প্রতি
- wabimā
- وَبِمَآ
- and with what
- এবং ঐ বিষয়ে যা
- arsalnā
- أَرْسَلْنَا
- We sent
- আমরা পাঠিয়েছি
- bihi
- بِهِۦ
- with it
- যাসহ (অন্যান্য কিতাব)
- rusulanā
- رُسُلَنَاۖ
- Our Messengers;
- আমাদের রাসূলগণকে
- fasawfa
- فَسَوْفَ
- but soon
- শীঘ্রই
- yaʿlamūna
- يَعْلَمُونَ
- they will know
- তারা জানতে পারবে
Transliteration:
Allazeena kazzaboo bil Kitaabi wa bimaa arsalnaa bihee Rusulanaa fasawfa ya'lamoon(QS. Ghāfir:70)
English Sahih International:
Those who deny the Book [i.e., the Quran] and that with which We sent Our messengers – they are going to know, (QS. Ghafir, Ayah ৭০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যারা কিতাবকে আর আমি আমার রসূলদেরকে যা দিয়ে পাঠিয়েছি তাকে অস্বীকার করে, তারা শীঘ্রই জানতে পারবে। (আল-মু'মিন, আয়াত ৭০)
Tafsir Ahsanul Bayaan
ওরা গ্রন্থ ও আমার রসূলদেরকে যা দিয়ে প্রেরণ করেছিলাম তা মিথ্যাজ্ঞান করে-সুতরাং শীঘ্রই ওরা জানতে পারবে।
Tafsir Abu Bakr Zakaria
যারা মিথ্যারোপ করে কিতাবে এবং যাসহ আমাদের রাসূলগণকে আমরা পাঠিয়েছি তাতে; অতএব, তারা শীঘ্রই জানতে পারবে---
Tafsir Bayaan Foundation
যারা কিতাব এবং আমার রাসূলগণকে যা দিয়ে আমি প্রেরণ করেছি তা অস্বীকার করে, অতএব তারা শীঘ্রই জানতে পারবে।
Muhiuddin Khan
যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি পয়গম্বরগণকে প্রেরণ করেছি, সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে। অতএব, সত্বরই তারা জানতে পারবে।
Zohurul Hoque
যারা গ্রন্থখানাকে প্রত্যাখ্যান করছে, আর যা দিয়ে আমরা আমাদের রসূলগণকে পাঠিয়েছিলাম? কিন্ত শীগগিরই তারা বুঝতে পারবে --