Skip to content

কুরআন মজীদ সূরা আল-মু'মিন আয়াত ৪২

Qur'an Surah Ghafir Verse 42

আল-মু'মিন [৪০]: ৪২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

تَدْعُوْنَنِيْ لِاَكْفُرَ بِاللّٰهِ وَاُشْرِكَ بِهٖ مَا لَيْسَ لِيْ بِهٖ عِلْمٌ وَّاَنَا۠ اَدْعُوْكُمْ اِلَى الْعَزِيْزِ الْغَفَّارِ (غافر : ٤٠)

tadʿūnanī
تَدْعُونَنِى
You call me
আমাকে তোমরা ডাকছো
li-akfura
لِأَكْفُرَ
that I disbelieve
যেন আমি অস্বীকার করি
bil-lahi
بِٱللَّهِ
in Allah
প্রতি আল্লাহর
wa-ush'rika
وَأُشْرِكَ
and (to) associate
ও শরিক করি (যেন) আমি
bihi
بِهِۦ
with Him
তাঁর সাথে
مَا
what
যা
laysa
لَيْسَ
not
নেই
لِى
for me
আমার কাছে
bihi
بِهِۦ
of it
সে সম্পর্কে
ʿil'mun
عِلْمٌ
any knowledge
কোনো জ্ঞান
wa-anā
وَأَنَا۠
and I
এবং আমি
adʿūkum
أَدْعُوكُمْ
call you
ডাকছি তোমাদেরকে
ilā
إِلَى
to
দিকে
l-ʿazīzi
ٱلْعَزِيزِ
the All-Mighty
পরাক্রমশালীর
l-ghafāri
ٱلْغَفَّٰرِ
the Oft-Forgiving
(যিনি) পরম ক্ষমাশীলও

Transliteration:

Tad'oonanee li-akfura billaahi wa ushrika bihee maa laisa lee bihee 'ilmunw wa ana ad'ookum ilal'Azeezil Ghaffaar (QS. Ghāfir:42)

English Sahih International:

You invite me to disbelieve in Allah and associate with Him that of which I have no knowledge, and I invite you to the Exalted in Might, the Perpetual Forgiver. (QS. Ghafir, Ayah ৪২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমরা আমাকে ডাকছ যেন আমি আল্লাহর সাথে কুফুরী করি এবং তাঁর অংশী স্থাপন করি যে সম্পর্কে আমার কোন জ্ঞান নেই। অপরপক্ষে আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রান্ত ক্ষমাশীল (আল্লাহর) দিকে। (আল-মু'মিন, আয়াত ৪২)

Tafsir Ahsanul Bayaan

তোমরা আমাকে আহবান করছ, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং এমন কিছুকে তাঁর সমকক্ষ স্থির করি, যার সম্বন্ধে আমার কোন জ্ঞান নেই, পক্ষান্তরে আমি তোমাদেরকে আহবান করছি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল আল্লাহর দিকে।[১]

[১] عَزِيْزٌ (পরাক্রমশালী) যিনি কাফেরদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার এবং তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখেন। غَفَّارٌ স্বীয় অনুগতদের ভুল-ত্রুটি ক্ষমাকারী এবং তা গোপনকারী। পক্ষান্তরে যাদের ইবাদত করার প্রতি তোমরা আমাকে দাওয়াত দিচ্ছ, তারা তো একেবারে তুচ্ছ এবং বড়ই নিম্নমানের জিনিস। না তারা শুনতে পারে, আর না উত্তর দিতে। না কারো উপকার করার ক্ষমতা রাখে, আর না অপকার করার।

Tafsir Abu Bakr Zakaria

'তোমরা আমাকে ডাকছ যাতে আমি আল্লাহর সাথে কুফরী করি এবং তাঁর সাথে শরীক করি, যে ব্যাপারে আমার কোন জ্ঞান নেই; আর আমি তোমাদেরকে ডাকছি পরাক্রমশালী, ক্ষমাশীলের দিকে।

Tafsir Bayaan Foundation

‘তোমরা আমাকে ডাকছ আমি যেন আল্লাহর সাথে কুফরী করি, তাঁর সাথে শরীক করি যে ব্যাপারে আমার কোন জ্ঞান নেই; আর আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে।’

Muhiuddin Khan

তোমরা আমাকে দাওয়াত দাও, যাতে আমি আল্লাহকে অস্বীকার করি এবং তাঁর সাথে শরীক করি এমন বস্তুকে, যার কোন প্রমাণ আমার কাছে নেই। আমি তোমাদেরকে দাওয়াত দেই পরাক্রমশালী, ক্ষমাশীল আল্লাহর দিকে।

Zohurul Hoque

''তোমরা আমাকে আহ্বান করছ যেন আমি আল্লাহ্‌কে অবিশ্বাস করি ও তাঁর সঙ্গে শরীক করি তাকে যার সন্বন্ধে আমার কোনো জ্ঞান নেই, পক্ষান্তরে আমি তোমাদের ডাকছি মহাশক্তিশালী, পরিত্রাণকারীর দিকে।