কুরআন মজীদ সূরা আল-মু'মিন আয়াত ৩৩
Qur'an Surah Ghafir Verse 33
আল-মু'মিন [৪০]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
يَوْمَ تُوَلُّوْنَ مُدْبِرِيْنَۚ مَا لَكُمْ مِّنَ اللّٰهِ مِنْ عَاصِمٍۚ وَمَنْ يُّضْلِلِ اللّٰهُ فَمَا لَهٗ مِنْ هَادٍ (غافر : ٤٠)
- yawma
- يَوْمَ
- A Day
- যেদিন
- tuwallūna
- تُوَلُّونَ
- you will turn back
- তোমরা পালাবে
- mud'birīna
- مُدْبِرِينَ
- fleeing
- পিছনে
- mā
- مَا
- not
- না (থাকবে)
- lakum
- لَكُم
- for you
- তোমাদের জন্যে
- mina
- مِّنَ
- from
- হ'তে
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- আল্লাহ
- min
- مِنْ
- any
- কোনো
- ʿāṣimin
- عَاصِمٍۗ
- protector
- রক্ষাকারী
- waman
- وَمَن
- And whoever
- এবং যাকে
- yuḍ'lili
- يُضْلِلِ
- Allah lets go astray
- পথভ্রষ্ট করেন
- l-lahu
- ٱللَّهُ
- Allah lets go astray
- আল্লাহ
- famā
- فَمَا
- then not
- তখন নাই
- lahu
- لَهُۥ
- for him
- তার জন্যে
- min
- مِنْ
- any
- কোনো
- hādin
- هَادٍ
- guide
- পথ প্রদর্শক
Transliteration:
Yawma tuwalloona mud bireena maa lakum minal laahi min 'aasim; wa mai yudlilil laahu famaa lahoo min haad(QS. Ghāfir:33)
English Sahih International:
The Day you will turn your backs fleeing; there is not for you from Allah any protector. And whoever Allah sends astray – there is not for him any guide. (QS. Ghafir, Ayah ৩৩)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যেদিন তোমরা পিছন ফিরে পালিয়ে যাবে। কিন্তু আল্লাহ (’র কব্জা) থেকে তোমাদের রক্ষাকারী কেউ হবে না, আর আল্লাহ যাকে বিপথগামী করেন, তার জন্য কোন পথপ্রদর্শনকারী নেই। (আল-মু'মিন, আয়াত ৩৩)
Tafsir Ahsanul Bayaan
যেদিন তোমরা পশ্চাৎ ফিরে পলায়ন করতে চাইবে;[১] আল্লাহর (শাস্তি) হতে তোমাদের রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন পথপ্রদর্শক নেই।’[২]
[১] অর্থাৎ, হাশরের ময়দান থেকে জাহান্নামের দিকে যাবে অথবা হিসাবের পর সেখান থেকে পালাতে চাইবে।
[২] যে তাকে হিদায়াতের পথ বলে দিতে পারবে, অর্থাৎ, তার উপর পরিচালিত করতে পারবে।
Tafsir Abu Bakr Zakaria
'যেদিন তোমরা পিছনে ফিরে পালাতে চাইবে, আল্লাহর শাস্তি হতে রক্ষা করার কেউ থাকবে না। আর আল্লাহ্ যাকে বিভ্রান্ত করেন, তার জন্য কোন হেদায়াতকারী নেই।'
Tafsir Bayaan Foundation
‘যেদিন তোমরা পিছনে পালাতে চাইবে আল্লাহর থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য কেউ থাকবে না; আর আল্লাহ যাকে বিভ্রান্ত করেন তার জন্য কোন হিদায়াতকারী নেই’।
Muhiuddin Khan
যেদিন তোমরা পেছনে ফিরে পলায়ন করবে; কিন্তু আল্লাহ থেকে তোমাদেরকে রক্ষাকারী কেউ থাকবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার কোন পথপ্রদর্শক নেই।
Zohurul Hoque
''সেইদিন তোমরা ফিরবে পলায়নপর হয়ে, আল্লাহ্র থেকে তোমাদের জন্য কোনো রক্ষাকারী থাকবে না। আর যাকে আল্লাহ্ পথভ্রষ্ট হতে দেন তার জন্য তবে কোনো পথপ্রদর্শক থাকবে না।