কুরআন মজীদ সূরা আল-মু'মিন আয়াত ১
Qur'an Surah Ghafir Verse 1
আল-মু'মিন [৪০]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
حٰمۤ ۚ (غافر : ٤٠)
- hha-meem
- حمٓ
- Ha Mim
- হা-মীম
Transliteration:
Haa-Meeem(QS. Ghāfir:1)
English Sahih International:
Ha, Meem. (QS. Ghafir, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
হা-মীম। (আল-মু'মিন, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
হা, মীম।
Tafsir Abu Bakr Zakaria
হা-মীম [১]।
[১] রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন এক জেহাদের রাত্রিকালীন হেফাযতের জন্যে বলেছিলেন, রাত্ৰিতে তোমরা আক্রান্ত হলে حم لَا يُنْصَرُوْنَ পড়ে নিও। অর্থাৎ হা-মীম শব্দ দ্বারা দো'আ করতে হবে যে, শত্রুরা সফল না হোক। কোন কোন রেওয়ায়েতে حم لَا يُنْصَرُوْنَ (নুন ব্যতিরেকে) বর্ণিত আছে। এর অর্থ এই যে, তোমরা হা-মীম-বললে শত্রুরা সফল হবে না। এ থেকে জানা গেল যে, হা-মীম শক্ৰ থেকে হেফাযতের দুর্গ। [তিরমিয়ী ১৬৮২, আবু দাউদ; ২৫৭৯]
Tafsir Bayaan Foundation
হা-মীম।
Muhiuddin Khan
হা-মীম।
Zohurul Hoque
হা, মীম!