কুরআন মজীদ সূরা আন নিসা আয়াত ২১
Qur'an Surah An-Nisa Verse 21
আন নিসা [৪]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَكَيْفَ تَأْخُذُوْنَهٗ وَقَدْ اَفْضٰى بَعْضُكُمْ اِلٰى بَعْضٍ وَّاَخَذْنَ مِنْكُمْ مِّيْثَاقًا غَلِيْظًا (النساء : ٤)
- wakayfa
- وَكَيْفَ
- And how
- এবং কিরূপে
- takhudhūnahu
- تَأْخُذُونَهُۥ
- could you take it
- তা তোমরা গ্রহণ করবে
- waqad
- وَقَدْ
- when surely
- অথচ নিশ্চয়
- afḍā
- أَفْضَىٰ
- has gone -
- স্বাদ নিয়েছ (স্ত্রী মিলনের)
- baʿḍukum
- بَعْضُكُمْ
- one of you
- তোমাদের একে
- ilā
- إِلَىٰ
- to
- থেকে
- baʿḍin
- بَعْضٍ
- another
- অপরের
- wa-akhadhna
- وَأَخَذْنَ
- and they have taken
- এবং তারা নিয়েছে
- minkum
- مِنكُم
- from you
- তোমাদের থেকে
- mīthāqan
- مِّيثَٰقًا
- covenant
- প্রতিশ্রুতি
- ghalīẓan
- غَلِيظًا
- strong?
- দৃঢ়
Transliteration:
Wa kaifa taakhuzoonahoo wa qad afdaa ba'dukum ilaa ba'dinw wa akhazna minkum meesaaqan ghaleezaa(QS. an-Nisāʾ:21)
English Sahih International:
And how could you take it while you have gone in unto each other and they have taken from you a solemn covenant? (QS. An-Nisa, Ayah ২১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কেমন করেই বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে (বিবাহ বন্ধনের) সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে। (আন নিসা, আয়াত ২১)
Tafsir Ahsanul Bayaan
কিরূপে তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা পরস্পর মিলিত হয়েছ[১] এবং তারা তোমাদের নিকট থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে?[২]
[১] 'অথচ তোমরা পরস্পর মিলিত হয়েছ' এর অর্থ, সহবাস করা। মহান আল্লাহ এটাকে ইঙ্গিতে বর্ণনা করেছেন।
[২] 'দৃঢ় প্রতিশ্রুতি' বলতে সেই প্রতিশ্রুতি যা বিবাহের সময় পুরুষের কাছ থেকে নেওয়া হয়। আর তা হল, 'হয় তোমরা তাদেরকে নিয়ে ভালভাবে জীবন-যাপন করবে, না হয় সদ্ভাবে তাদেরকে বর্জন করবে।'
Tafsir Abu Bakr Zakaria
আর কিভাবে তোমরা তা গ্রহণ করবে, যখন তোমরা একে অপরের সাথে সংগত হয়েছ এবং তারা তোমাদের কাছ থেকে দৃঢ় প্রতিশ্রুতি [১] নিয়েছে?
[১] কাতাদা বলেন, দৃঢ় প্রতিশ্রুতি বা পাকাপোক্ত অঙ্গীকার বলে বিয়ে বুঝানো হয়েছে। কারণ বিয়ের সময় মাহ্র দেয়া এবং স্ত্রীকে সঠিকভাবে পরিচালনা কিংবা সুন্দরভাবে বিদায় করার অঙ্গীকার করার মত চুক্তি সংঘটিত হয়ে থাকে। [তাফসীর আবদির রাযযাক] সুতরাং একে অপরের সাথে মেলামেশা ও চুক্তিবদ্ধ হওয়ার পর এ জাতীয় আচরণ অমানবিক ও অগ্রহণযোগ্য।
Tafsir Bayaan Foundation
আর তোমরা তা কীভাবে নেবে অথচ তোমরা একে অপরের সাথে একান্তে মিলিত হয়েছ; আর তারা তোমাদের থেকে নিয়েছিল দৃঢ় অঙ্গীকার?
Muhiuddin Khan
তোমরা কিরূপে তা গ্রহণ করতে পার, অথচ তোমাদের একজন অন্য জনের কাছে গমন এবং নারীরা তোমাদের কাছে থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে।
Zohurul Hoque
আর কেমন করে তোমরা তা নিতে পারো যখন তোমাদের একে অন্যতে গমন করেছ আর তারা তোমাদের থেকে দৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে?