Skip to content

কুরআন মজীদ সূরা আল-যুমার আয়াত ৭০

Qur'an Surah Az-Zumar Verse 70

আল-যুমার [৩৯]: ৭০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُوَ اَعْلَمُ بِمَا يَفْعَلُوْنَ ࣖ (الزمر : ٣٩)

wawuffiyat
وَوُفِّيَتْ
And (will) be paid in full
এবং পূর্ণ (প্রতিফল) দেওয়া হবে
kullu
كُلُّ
every
প্রত্যেক
nafsin
نَفْسٍ
soul
ব্যক্তিকে
مَّا
what
যা
ʿamilat
عَمِلَتْ
it did;
সে কর্মে করেছে
wahuwa
وَهُوَ
and He
এবং তিনি
aʿlamu
أَعْلَمُ
(is the) Best-Knower
খুব জানেন
bimā
بِمَا
of what
ঐ সম্পর্কে যা
yafʿalūna
يَفْعَلُونَ
they do
তারা করে

Transliteration:

Wa wuffiyat kullu nafsim maa 'amilat wa Huwa a'lamubimaa yaf'aloon (QS. az-Zumar:70)

English Sahih International:

And every soul will be fully compensated [for] what it did; and He is most knowing of what they do. (QS. Az-Zumar, Ayah ৭০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

প্রত্যেকের কাজের পূর্ণ প্রতিফল দেয়া হবে। লোকেরা যা করে তা তিনি খুব ভালভাবেই জানেন। (আল-যুমার, আয়াত ৭০)

Tafsir Ahsanul Bayaan

প্রত্যেকের কৃতকর্মের পরিপূর্ণ প্রতিফল দেওয়া হবে। ওরা যা করে সে সম্পর্কে আল্লাহ সবিশেষ অবহিত। [১]

[১] অর্থাৎ, তাঁর কোন লেখক, হিসাবরক্ষক এবং সাক্ষীর প্রয়োজন নেই। এই আমলনামা এবং সাক্ষী কেবল হুজ্জত কায়েম এবং ওজর-বাহানা দূর করার জন্য হবে।

Tafsir Abu Bakr Zakaria

আর প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে আল্লাহ্ সর্বাধিক অবগত।

Tafsir Bayaan Foundation

আর প্রত্যেককে তার আমলের পূর্ণ প্রতিফল দেয়া হবে এবং তারা যা করে সে সম্পর্কে তিনিই সর্বাধিক পরিজ্ঞাত।

Muhiuddin Khan

প্রত্যেকে যা করেছে, তার পূর্ণ প্রতিফল দেয়া হবে। তারা যা কিছু করে, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত।

Zohurul Hoque

আর প্রত্যেক সত্ত্বাকে সে যা করেছে তার পূর্ণ প্রতিদান দেওয়া হবে, আর তিনি ভাল জানেন তারা যা করে সে-সম্পর্কে।