কুরআন মজীদ সূরা আল-যুমার আয়াত ৩৫
Qur'an Surah Az-Zumar Verse 35
আল-যুমার [৩৯]: ৩৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
لِيُكَفِّرَ اللّٰهُ عَنْهُمْ اَسْوَاَ الَّذِيْ عَمِلُوْا وَيَجْزِيَهُمْ اَجْرَهُمْ بِاَحْسَنِ الَّذِيْ كَانُوْا يَعْمَلُوْنَ (الزمر : ٣٩)
- liyukaffira
- لِيُكَفِّرَ
- That Allah will remove
- মোচন করেন যেন
- l-lahu
- ٱللَّهُ
- That Allah will remove
- আল্লাহ
- ʿanhum
- عَنْهُمْ
- from them
- তাদের থেকে
- aswa-a
- أَسْوَأَ
- (the) worst
- মন্দকাজ
- alladhī
- ٱلَّذِى
- (of) what
- যা
- ʿamilū
- عَمِلُوا۟
- they did
- তারা কাজ করেছিলো
- wayajziyahum
- وَيَجْزِيَهُمْ
- and reward them
- এবং তাদের প্রতিফল দেন (যেন)
- ajrahum
- أَجْرَهُم
- their due
- পুরস্কার তাদের
- bi-aḥsani
- بِأَحْسَنِ
- for (the) best
- উত্তমভাবে
- alladhī
- ٱلَّذِى
- (of) what
- (ঐ বিষয়ের) যা
- kānū
- كَانُوا۟
- they used (to)
- তারা
- yaʿmalūna
- يَعْمَلُونَ
- do
- কাজ করেছিলো
Transliteration:
Liyukaffiral laahu 'anhum aswa allazee 'amiloo wa yajziyahum ajrahum bi ahsanil lazee kaano ya'maloon(QS. az-Zumar:35)
English Sahih International:
That Allah may remove from them the worst of what they did and reward them their due for the best of what they used to do. (QS. Az-Zumar, Ayah ৩৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যাতে তারা যে সব মন্দ কাজ করেছে আল্লাহ্ তা মুছে দিতে পারেন, আর তারা যে সব সৎ কাজ করেছে তজ্জন্য তাদেরকে পুরস্কৃত করেন। (আল-যুমার, আয়াত ৩৫)
Tafsir Ahsanul Bayaan
কারণ, এরা যে সব মন্দ কাজ করেছিল, আল্লাহ তা ক্ষমা করে দেবেন এবং তাদের কৃত সৎকাজের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন।
Tafsir Abu Bakr Zakaria
যাতে এরা যেসব মন্দকাজ করেছে আল্লাহ্ তা ক্ষমা করে দেন এবং এদেরকে এদের সর্বোত্তম কাজের জন্য পুরস্কৃত করেন।
Tafsir Bayaan Foundation
যাতে তারা যেসব মন্দ কাজ করেছিল, আল্লাহ তা ঢেকে দেন এবং তারা যে সর্বোত্তম আমল করত তার প্রতিদানে তাদেরকে পুরস্কৃত করেন।
Muhiuddin Khan
যাতে আল্লাহ তাদের মন্দ কর্মসমূহ মার্জনা করেন এবং তাদের উত্তম কর্মের পুরস্কার তাদেরকে দান করেন।
Zohurul Hoque
কাজেই তারা যা করেছিল তার মন্দতম আল্লাহ্ তাদের থেকে মুছে দেবেন, আর তারা যা করে চলেছে তার জন্য তিনি তাদের পারিশ্রমিক শ্রেষ্ঠতমভাবে তাদের প্রদান করবেন।