কুরআন মজীদ সূরা আল-যুমার আয়াত ৩০
Qur'an Surah Az-Zumar Verse 30
আল-যুমার [৩৯]: ৩০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّكَ مَيِّتٌ وَّاِنَّهُمْ مَّيِّتُوْنَ ۖ (الزمر : ٣٩)
- innaka
- إِنَّكَ
- Indeed you
- তুমি নিশ্চয়ই
- mayyitun
- مَيِّتٌ
- will die
- মৃত্যুবরণ করবে
- wa-innahum
- وَإِنَّهُم
- and indeed they
- এবং তারা নিশ্চয়ই
- mayyitūna
- مَّيِّتُونَ
- will (also) die
- মৃত্যুবরণ করবে
Transliteration:
Innaka maiyitunw wa inna hum maiyitunw wa inna hum maiyitoon(QS. az-Zumar:30)
English Sahih International:
Indeed, you are to die, and indeed, they are to die. (QS. Az-Zumar, Ayah ৩০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমিও মরবে আর তারাও মরবে। (আল-যুমার, আয়াত ৩০)
Tafsir Ahsanul Bayaan
নিশ্চয় তোমার মৃত্যু হবে এবং ওদেরও মৃত্যু হবে।
Tafsir Abu Bakr Zakaria
আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল।
Tafsir Bayaan Foundation
নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।
Muhiuddin Khan
নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে।
Zohurul Hoque
তুমি তো নিশ্চয় মৃত্যুবরণ করবে, আর তারাও নিশ্চয়ই মৃত্যুমুখে পড়বে।