কুরআন মজীদ সূরা আল-যুমার আয়াত ২৫
Qur'an Surah Az-Zumar Verse 25
আল-যুমার [৩৯]: ২৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَذَّبَ الَّذِيْنَ مِنْ قَبْلِهِمْ فَاَتٰىهُمُ الْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُوْنَ (الزمر : ٣٩)
- kadhaba
- كَذَّبَ
- Denied
- মিথ্যারোপ করেছিলো
- alladhīna
- ٱلَّذِينَ
- those who
- যারা (ছিলো)
- min
- مِن
- (were) before them
- পূর্বেও
- qablihim
- قَبْلِهِمْ
- (were) before them
- তাদের
- fa-atāhumu
- فَأَتَىٰهُمُ
- so came upon them
- তাদের উপর অতঃপর এসেছিলো
- l-ʿadhābu
- ٱلْعَذَابُ
- the punishment
- শাস্তি
- min
- مِنْ
- from
- (এমনদিক) হ'তে
- ḥaythu
- حَيْثُ
- where
- যেদিকে
- lā
- لَا
- not
- না
- yashʿurūna
- يَشْعُرُونَ
- they perceive
- তারা কল্পনাও করে
Transliteration:
Kazzabal lazeena min qablihim fa ataahumul 'azaabu min haisu laa yash'uroon(QS. az-Zumar:25)
English Sahih International:
Those before them denied, and punishment came upon them from where they did not perceive. (QS. Az-Zumar, Ayah ২৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের পূর্ববর্তীরাও (নুবুওয়াতকে) অস্বীকার করেছিল। অতঃপর তাদের কাছে এমন দিক থেকে ‘আযাব এসেছিল যা তারা একটু টেরও পায়নি। (আল-যুমার, আয়াত ২৫)
Tafsir Ahsanul Bayaan
ওদের পূর্ববর্তীগণও মিথ্যা মনে করেছিল, ফলে ওদের অজ্ঞাতসারে ওদের উপর শাস্তি এল।[১]
[১] এবং তাদেরকে সেই শাস্তি থেকে কেউ বাঁচাতে পারেনি ।
Tafsir Abu Bakr Zakaria
তাদের পূর্ববর্তীগণও মিথ্যারোপ করেছিল, ফলে শাস্তি এমনভাবে তাদেরকে গ্রাস করল যে, তারা অনুভবও করতে পারেনি।
Tafsir Bayaan Foundation
তাদের পূর্বে যারা ছিল, তারাও অস্বীকার করেছিল, ফলে তাদের প্রতি এমন ভাবে আযাব এসেছিল যে, তারা অনুভব করতে পারেনি।
Muhiuddin Khan
তাদের পূর্ববর্তীরাও মিথ্যারোপ করেছিল, ফলে তাদের কাছে আযাব এমনভাবে আসল, যা তারা কল্পনাও করত না।
Zohurul Hoque
তাদের পূর্বে যারা ছিল তারাও প্রত্যাখ্যান করেছিল, সেজন্য শাস্তি তাদের কাছে এসে পড়েছিল এমন দিক থেকে যা তারা বুঝতে পারে নি।