কুরআন মজীদ সূরা আল-যুমার আয়াত ১
Qur'an Surah Az-Zumar Verse 1
আল-যুমার [৩৯]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
تَنْزِيْلُ الْكِتٰبِ مِنَ اللّٰهِ الْعَزِيْزِ الْحَكِيْمِ (الزمر : ٣٩)
- tanzīlu
- تَنزِيلُ
- (The) revelation
- অবতীর্ণ করা
- l-kitābi
- ٱلْكِتَٰبِ
- (of) the Book
- (এই) কিতাব
- mina
- مِنَ
- (is) from
- পক্ষ হ'তে
- l-lahi
- ٱللَّهِ
- Allah
- আল্লাহর
- l-ʿazīzi
- ٱلْعَزِيزِ
- the All-Mighty
- ( যিনি) পরাক্রমশালী
- l-ḥakīmi
- ٱلْحَكِيمِ
- the All-Wise
- প্রজ্ঞাময়
Transliteration:
Tanzeelul Kitaabi minal laahil 'Azeezil Hakeem(QS. az-Zumar:1)
English Sahih International:
The revelation of the Book [i.e., the Quran] is from Allah, the Exalted in Might, the Wise. (QS. Az-Zumar, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এ কিতাব নাযিল হয়েছে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর নিকট হতে। (আল-যুমার, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
এ গ্রন্থ পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে অবতীর্ণ করা হয়েছে।
Tafsir Abu Bakr Zakaria
এ কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে নাযিল হওয়া।
Tafsir Bayaan Foundation
এই কিতাব অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়।
Muhiuddin Khan
কিতাব অবতীর্ণ হয়েছে পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে।
Zohurul Hoque
এ গ্রন্থের অবতারণ আল্লাহ্র কাছে থেকে, মহাশক্তিশালী, পরমজ্ঞানী।