কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ৮২
Qur'an Surah Sad Verse 82
ছোয়াদ [৩৮]: ৮২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ فَبِعِزَّتِكَ لَاُغْوِيَنَّهُمْ اَجْمَعِيْنَۙ (ص : ٣٨)
- qāla
- قَالَ
- He said
- সে বললো
- fabiʿizzatika
- فَبِعِزَّتِكَ
- "Then by Your might
- "আপনার সম্মানের শপথ তাহ'লে
- la-ugh'wiyannahum
- لَأُغْوِيَنَّهُمْ
- I will surely mislead them
- তাদের অবশ্যই বিভ্রান্ত করবো আমি
- ajmaʿīna
- أَجْمَعِينَ
- all
- সকলকেই
Transliteration:
Qaala fabi'izzatika la ughwiyannahum ajma'een(QS. Ṣād:82)
English Sahih International:
[Iblees] said, "By Your might, I will surely mislead them all. (QS. Sad, Ayah ৮২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সে বলল- আপনার ক্ষমতার কসম! আমি ওদের সব্বাইকে অবশ্যই পথভ্রষ্ট করব। (ছোয়াদ, আয়াত ৮২)
Tafsir Ahsanul Bayaan
সে বলল, ‘তোমার ক্ষমতার শপথ! আমি অবশ্যই ওদের সকলকেই বিভ্রান্ত করব,
Tafsir Abu Bakr Zakaria
সে বলল, 'আপনার ক্ষমতা-সম্মানের শপথ! অবশ্যই আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব,
Tafsir Bayaan Foundation
সে বলল, ‘আপনার ইজ্জতের কসম! আমি তাদের সকলকেই বিপথগামী করে ছাড়ব।’
Muhiuddin Khan
সে বলল, আপনার ইযযতের কসম, আমি অবশ্যই তাদের সবাইকে বিপথগামী করে দেব।
Zohurul Hoque
সে বললে -- ''তবে তোমার মহিমা দ্বারা, আমি আলবৎ তাদের সবক’জনকে বিপথে নিয়ে যাব,