কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ৭৫
Qur'an Surah Sad Verse 75
ছোয়াদ [৩৮]: ৭৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالَ يٰٓاِبْلِيْسُ مَا مَنَعَكَ اَنْ تَسْجُدَ لِمَا خَلَقْتُ بِيَدَيَّ ۗ اَسْتَكْبَرْتَ اَمْ كُنْتَ مِنَ الْعَالِيْنَ (ص : ٣٨)
- qāla
- قَالَ
- He said
- (আল্লাহ) বললেন
- yāib'līsu
- يَٰٓإِبْلِيسُ
- "O Iblis!
- "হে ইবলিস
- mā
- مَا
- What
- কিসে
- manaʿaka
- مَنَعَكَ
- prevented you
- তোমাকে বাধা দিলো
- an
- أَن
- that
- যে (না)
- tasjuda
- تَسْجُدَ
- you (should) prostrate
- সিজদা করলে তুমি
- limā
- لِمَا
- to (one) whom
- (তাকে) যাকে
- khalaqtu
- خَلَقْتُ
- I created
- আমি সৃষ্টি করেছি
- biyadayya
- بِيَدَىَّۖ
- with My Hands?
- আমার দু’হাত দ্বারা
- astakbarta
- أَسْتَكْبَرْتَ
- Are you arrogant
- তুমি কি অহংকার করলে
- am
- أَمْ
- or
- অথবা
- kunta
- كُنتَ
- are you
- তুমি ছিলে
- mina
- مِنَ
- of
- অন্তর্ভুক্ত
- l-ʿālīna
- ٱلْعَالِينَ
- the exalted ones"
- উচ্চ মর্যাদাসম্পন্নদের"
Transliteration:
Qaala yaaa Ibleesu maa man'aka an tasjuda limaa khalaqtu biyadai; astakbarta am kunta min 'aaleen(QS. Ṣād:75)
English Sahih International:
[Allah] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?" (QS. Sad, Ayah ৭৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আল্লাহ বললেন- হে ইবলীস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম তাকে সেজদা করতে কিসে তোমাকে নিষেধ করল? তুমি কি দম্ভ দেখালে, না তুমি খুব উচ্চ মানের অধিকারী হয়েছ? (ছোয়াদ, আয়াত ৭৫)
Tafsir Ahsanul Bayaan
তোমার প্রতিপালক বললেন, ‘হে ইবলীস! আমি যাকে নিজ দুই হাত দিয়ে সৃষ্টি করেছি[১] তাকে সিজদা করতে তোমাকে কে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি উচ্চমর্যাদাসম্পন্ন?’
[১] এ কথাও মানুষের অতিরিক্ত সম্মান ও মর্যাদা প্রকাশ করার জন্য বলা হয়েছে। সকল বস্তুর সৃষ্টিকর্তা তিনিই। কিন্তু মানুষকে তিনি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন। সেই হাত যেমন তাঁর মহত্ত্বের জন্য শোভনীয়। সে হাতের কোন দৃষ্টান্ত বা উদাহরণ নেই।
Tafsir Abu Bakr Zakaria
তিনি বললেন, 'হে ইবলীস! আমি যাকে আমার দু'হাতে [১] সৃষ্টি করেছি, তার প্রতি সিজদাবনত হতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি ঔদ্ধত্য প্রকাশ করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?'
[১] আহলে সুন্নাত ওয়াল জামা'আতের আকীদা বিশ্বাস হচ্ছে যে, মহান আল্লাহর হাত রয়েছে। তবে সেটার স্বরূপ আমরা জানি না। [ইমাম আবু হানীফার দিকে সম্পর্কযুক্ত গ্ৰন্থ, আল-ফিকহুল আকবার; ২৭] আয়াতে বলা হয়েছে, আল্লাহ তা’আলা আদমকে নিজ দু হাতে সৃষ্টি করেছেন। অন্য হাদীসে তাওরাত লেখার কথাও এসেছে। [বুখারী; ৬৬১৪] তাছাড়া তিনি জান্নাতও নিজ হাতে তৈরী করেছেন। [মুসলিম; ১৮৯] অনুরূপভাবে তিনি নিজ হাতে একটি কিতাব লিখে তাঁর কাছে রেখে দিয়েছেন যাতে লিখা আছে যে, তার রহমত। তার ক্রোধের উপর প্রাধান্য পাবে। [ইবন মাজাহ; ১৮৯] [বিস্তারিত দেখুন, উমর সুলাইমান আল-আশকার, আল -আকীদা ফিল্লাহ; ১৭৭–১৭৮]
Tafsir Bayaan Foundation
আল্লাহ বললেন, ‘হে ইবলীস, আমার দু’হাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদাবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহঙ্কার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদাসম্পন্ন?’
Muhiuddin Khan
আল্লাহ বললেন, হে ইবলীস, আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন?
Zohurul Hoque
তিনি বললেন -- ''হে ইবলিস, কী তোমাকে নিষেধ করলে তাকে সিজদা করতে, যাকে আমি আমার দুই হাতে সৃষ্টি করেছি? তুমি কি গর্ববোধ করলে, না কি তুমি উচ্চমর্যাদাসম্পন্নদের একজন হয়ে গেছ?