কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ৬৮
Qur'an Surah Sad Verse 68
ছোয়াদ [৩৮]: ৬৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَنْتُمْ عَنْهُ مُعْرِضُوْنَ (ص : ٣٨)
- antum
- أَنتُمْ
- You
- তোমরা
- ʿanhu
- عَنْهُ
- from it
- তা থেকে
- muʿ'riḍūna
- مُعْرِضُونَ
- turn away
- মুখ ফিরিয়ে নিচ্ছো
Transliteration:
Antum 'anhu mu'ridoon(QS. Ṣād:68)
English Sahih International:
From which you turn away. (QS. Sad, Ayah ৬৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যাত্থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। (ছোয়াদ, আয়াত ৬৮)
Tafsir Ahsanul Bayaan
যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।
Tafsir Abu Bakr Zakaria
'যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ।
Tafsir Bayaan Foundation
‘তোমরা তা থেকে বিমুখ হয়ে আছ।’
Muhiuddin Khan
যা থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছ।
Zohurul Hoque
''এ থেকে তোমরা বিমুখ হচ্ছ।