Skip to content

কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ৬৭

Qur'an Surah Sad Verse 67

ছোয়াদ [৩৮]: ৬৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ هُوَ نَبَؤٌا عَظِيْمٌۙ (ص : ٣٨)

qul
قُلْ
Say
বলো
huwa
هُوَ
"It (is)
"তা
naba-on
نَبَؤٌا۟
a news
সংবাদ
ʿaẓīmun
عَظِيمٌ
great
মহা

Transliteration:

Qul huwa naba'un 'azeem (QS. Ṣād:67)

English Sahih International:

Say, "It is great news (QS. Sad, Ayah ৬৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, এটা এক ভয়ানক সংবাদ। (ছোয়াদ, আয়াত ৬৭)

Tafsir Ahsanul Bayaan

বল, ‘এ এক মহাসংবাদ। [১]

[১] অর্থাৎ, আমি তোমাদেরকে আখেরাতের যে শাস্তি থেকে সতর্ক ও ভীতি প্রদর্শন করছি এবং যে তাওহীদের দাওয়াত দিচ্ছি, তা একটি মহাসংবাদ। তার ব্যাপারে উদাসীন ও বিমুখ হয়ে থেকো না। বরং তার প্রতি মনোযোগ দেওয়া এবং তা নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করার প্রয়োজন আছে।

Tafsir Abu Bakr Zakaria

বলুন, 'এটা এক মহাসংবাদ,

Tafsir Bayaan Foundation

বল, ‘এটি এক মহাসংবাদ’।

Muhiuddin Khan

বলুন, এটি এক মহাসংবাদ,

Zohurul Hoque

বলো -- ''এ এক বিরাট সংবাদ, --