কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ১৬
Qur'an Surah Sad Verse 16
ছোয়াদ [৩৮]: ১৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَقَالُوْا رَبَّنَا عَجِّلْ لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ الْحِسَابِ (ص : ٣٨)
- waqālū
- وَقَالُوا۟
- And they say
- ও তারা বলে
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord!
- "হে আমাদের রব
- ʿajjil
- عَجِّل
- Hasten
- শীঘ্র দাও
- lanā
- لَّنَا
- for us
- আমাদের জন্যে
- qiṭṭanā
- قِطَّنَا
- our share
- আমাদের পাওনা
- qabla
- قَبْلَ
- before
- পূর্বেই
- yawmi
- يَوْمِ
- (the) Day
- দিনের
- l-ḥisābi
- ٱلْحِسَابِ
- (of) the Account"
- বিচারের"
Transliteration:
Wa qaaloo Rabbanaa 'ajjil lanaa qittanaa qabla Yawmil Hisaab(QS. Ṣād:16)
English Sahih International:
And they say, "Our Lord, hasten for us our share [of the punishment] before the Day of Account." (QS. Sad, Ayah ১৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এরা বলে, হে আমাদের প্রতিপালক! হিসাবের দিনের আগেই আমাদের প্রাপ্য (শাস্তি) আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন। (ছোয়াদ, আয়াত ১৬)
Tafsir Ahsanul Bayaan
এরা বলে, ‘হে আমাদের প্রতিপালক! বিচার দিনের পূর্বেই আমাদের প্রাপ্য আমাদেরকে সত্বর দিয়ে দাও!’ [১]
[১] قِطٌ এর অর্থ হলঃ প্রাপ্য অংশ বা ভাগ। এখানে উদ্দেশ্য হল আমলনামা বা প্রাপ্য অংশ। অর্থাৎ, আমাদের আমলনামা অনুযায়ী শাস্তি ও পুরস্কারে আমাদের যা অংশ রয়েছে, তা কিয়ামত আসার পূর্বে এখানেই আমাদেরকে দিয়ে দাও। এটা সত্যই يَسْتَعْجِلُوْنَكَ بِالْعَذَابِ 'তারা তোমাকে শাস্তি তরান্বিত করতে বলে'এর মত কথা। এই কথাটি তারা কিয়ামত সংঘটিত হওয়া অসম্ভব ভেবে ঠাট্টা ও বিদ্রূপ স্বরূপ বলে।
Tafsir Abu Bakr Zakaria
আর তারা বলে, 'হে আমাদের রব! হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য [১] আমাদেরকে শীঘ্রই দিয়ে দিন!'
[১] আসলে কাউকে পুরস্কার দানের প্রতিশ্রুতি সম্বলিত দলীল দস্তাবেজকে قط বলা হয়। কিন্তু পরে শব্দটি “অংশ” অর্থে ব্যবহৃত হতে শুরু করেছে। এখানে তা-ই বোঝানো হয়েছে। অর্থাৎ আখেরাতের শাস্তি ও প্রতিদানে আমাদের যা অংশ রয়েছে, তা এখানেই আমাদেরকে দিয়ে দিন। [তাবারী]
Tafsir Bayaan Foundation
আর তারা বলে, হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই আমাদের প্রাপ্য আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন’।
Muhiuddin Khan
তারা বলে, হে আমাদের পরওয়ারদেগার, আমাদের প্রাপ্য অংশ হিসাব দিবসের আগেই দিয়ে দাও।
Zohurul Hoque
আর তারা বলে -- ''আমাদের প্রভু! হিসেব-নিকেশের দিনের আগেই আমাদের অংশ আমাদের জন্য ত্বরান্বিত কর।’’