কুরআন মজীদ সূরা ছোয়াদ আয়াত ১১
Qur'an Surah Sad Verse 11
ছোয়াদ [৩৮]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
جُنْدٌ مَّا هُنَالِكَ مَهْزُوْمٌ مِّنَ الْاَحْزَابِ (ص : ٣٨)
- jundun
- جُندٌ
- Soldiers
- (এটা তো) একটি বাহিনী
- mā
- مَّا
- there
- যা
- hunālika
- هُنَالِكَ
- there
- এখানেই (মাক্কায়)
- mahzūmun
- مَهْزُومٌ
- (they will be) defeated
- পরাজিত হবে
- mina
- مِّنَ
- among
- মধ্য হ'তে
- l-aḥzābi
- ٱلْأَحْزَابِ
- the companies
- (অনেকগুলো) বহু বাহিনীর
Transliteration:
Jundum maa hunaalika mahzoomum minal Ahzaab(QS. Ṣād:11)
English Sahih International:
[They are but] soldiers [who will be] defeated there among the companies [of disbelievers]. (QS. Sad, Ayah ১১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
(আরবের কাফিরদের) সম্মিলিত বাহিনীর এই দলটি এখানেই (অর্থাৎ এই মক্কা নগরীতেই একদিন) পরাজিত হবে। (ছোয়াদ, আয়াত ১১)
Tafsir Ahsanul Bayaan
(ওরা বড় বড়) বাহিনীর নিকটে পরাজিত একটি (ছোট) সেনাদল। [১]
[১] جُنْدٌ শব্দটি ঊহ্য মুবতাদা (উদ্দেশ্য) هم এর খবর (বিধেয়) এবং ما তাকীদ স্বরূপ অসামান্য বা সামান্য বুঝাবার জন্য ব্যবহার হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে নবী (সাঃ)-কে সাহায্য এবং কাফেরদের পরাজয়ের প্রতিশ্রুতি। অর্থাৎ কাফেরদের এই দল বাতিলপন্থী দল, এই দল বড় হোক বা ছোট আদৌ তার পরোয়া করবে না এবং তাদেরকে ভয়ও করবে না। পরাজয়ই তাদের ভাগ্যে আছে। هُنَالِكَ দ্বারা দূর স্থানের দিকে ইঙ্গিত করা হয়েছে, যা বদরের যুদ্ধ ও মক্কা বিজয়ের দিনও হতে পারে, যেখানে কাফেররা শিক্ষামূলক পরাজয়ের শিকার হয়েছিল।
Tafsir Abu Bakr Zakaria
এ বাহিনী সেখানে অবশ্যই পরাজিত হবে, পূর্ববতী দলসমূহের মত [১]।
[১] অর্থাৎ যেভাবে পূর্ববর্তী সময়ের লোকেরা তাদের নবীর উপর মিথ্যারোপ করার কারণে পরাজিত হয়েছে, তেমনি এ মিথ্যারোপকারী কাফের বাহিনীও পরাজিত হবে। এখন তাদেরকে কখন পরাজিত করা হয়েছে সে ব্যাপারে কারও কারও মত হচ্ছে, বদরের যুদ্ধে। [মুয়াসসার,কুরতুবী]
Tafsir Bayaan Foundation
এ বাহিনী তো সেখানে* পরাজিত হবে (পূর্ববর্তী) দলসমূহের মত।
* هناك দ্বারা মক্কার প্রতি ইঙ্গিত করা হয়েছে। কারো কারো মতে বদর দিবসের দিকে ইঙ্গিত করা হয়েছে।
Muhiuddin Khan
এক্ষেত্রে বহু বাহিনীর মধ্যে ওদেরও এক বাহিনী আছে, যা পরাজিত হবে।
Zohurul Hoque
এখানেই সম্মিলিত সৈন্যদলের এক বাহিনী পরাজিত হবে।