Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৯৩

Qur'an Surah As-Saffat Verse 93

আস-সাফফাত [৩৭]: ৯৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا ۢبِالْيَمِيْنِ (الصافات : ٣٧)

farāgha
فَرَاغَ
Then he turned
সে অতঃপর ঝাঁপিয়ে পড়লো
ʿalayhim
عَلَيْهِمْ
upon them
তাদের উপর
ḍarban
ضَرْبًۢا
striking
আঘাত
bil-yamīni
بِٱلْيَمِينِ
with his right hand
দিয়ে ডান হাত

Transliteration:

Faraagha 'alaihim darbam bilyameen (QS. aṣ-Ṣāffāt:93)

English Sahih International:

And he turned upon them a blow with [his] right hand. (QS. As-Saffat, Ayah ৯৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর সে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সজোরে আঘাত করল। (আস-সাফফাত, আয়াত ৯৩)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে ওদের ওপর ঝুঁকে সজোরে আঘাত হানল। [১]

[১] رَاغَ , مَالَ, ذََهَبَ, أَقْبَلَ এ সবের অর্থ প্রায় একই। আর তা হল, তাদের দিকে ঝুঁকল বা মুখ করল,ضَرْبٌ بِالْيَمِيْنِ এর উদ্দেশ্য হল, সজোরে আঘাত করে ভেঙ্গে ফেলা।

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর তিনি তাদের উপর সবলে আঘাত হানলেন।

Tafsir Bayaan Foundation

অতঃপর সে তাদের উপর সজোরে আঘাত হানল।

Muhiuddin Khan

অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল।

Zohurul Hoque

কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।