Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৭৬

Qur'an Surah As-Saffat Verse 76

আস-সাফফাত [৩৭]: ৭৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَنَجَّيْنٰهُ وَاَهْلَهٗ مِنَ الْكَرْبِ الْعَظِيْمِۖ (الصافات : ٣٧)

wanajjaynāhu
وَنَجَّيْنَٰهُ
And We saved him
এবং তাকে আমরা করেছিলাম উদ্ধার
wa-ahlahu
وَأَهْلَهُۥ
and his family
ও তার পরিবারকে
mina
مِنَ
from
হ'তে
l-karbi
ٱلْكَرْبِ
the distress
সংকট
l-ʿaẓīmi
ٱلْعَظِيمِ
the great
মহা

Transliteration:

Wa jajainaahu wa ahlahoo minal karbil 'azeem (QS. aṣ-Ṣāffāt:76)

English Sahih International:

And We saved him and his family from the great affliction. (QS. As-Saffat, Ayah ৭৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাকে আর তার পরিবারবর্গকে আমি মহা বিপদ থেকে উদ্ধার করেছিলাম। (আস-সাফফাত, আয়াত ৭৬)

Tafsir Ahsanul Bayaan

তাকে এবং তার পরিবারবর্গকে[১] আমি মহাসঙ্কট হতে রক্ষা করেছিলাম।

[১] أَهْلٌ এর অর্থ নূহ (আঃ)-এর প্রতি বিশ্বাস স্থাপনকারী, তাঁর বাড়ির মু'মিন ব্যক্তিরাও এর অন্তর্ভুক্ত। কোন কোন মুফাসসির তাদের মোট সংখা ৮০ জন বলেছেন। তাঁর স্ত্রী ও একজন ছেলে (কিনআন) তাদের অন্তর্ভুক্ত নয়। কারণ তারা মু'মিন ছিল না। তারাও তুফানে ডুবে গিয়েছিল। 'মহাসঙ্কট' বলতে সেই মহা প্লাবনকে বুঝানো হয়েছে, যাতে ঐ সম্প্রদায় ডুবে ধ্বংস হয়ে গিয়েছিল।

Tafsir Abu Bakr Zakaria

আর তাকে এবং তার পরিবারবর্গকে আমরা উদ্ধার করেছিলাম মহাসংকট থেকে।

Tafsir Bayaan Foundation

আর তাকে ও তার পরিজনকে আমি মহাবিপদ থেকে উদ্ধার করেছিলাম।

Muhiuddin Khan

আমি তাকে ও তার পরিবারবর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।

Zohurul Hoque

আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,