Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৭৩

Qur'an Surah As-Saffat Verse 73

আস-সাফফাত [৩৭]: ৭৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَانْظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُنْذَرِيْنَۙ (الصافات : ٣٧)

fa-unẓur
فَٱنظُرْ
Then see
দেখো অতঃপর
kayfa
كَيْفَ
how
কেমন
kāna
كَانَ
was
হয়েছিলো
ʿāqibatu
عَٰقِبَةُ
(the) end
পরিণাম (সেই লোকদের)
l-mundharīna
ٱلْمُنذَرِينَ
(of) those who were warned
যাদের সতর্ক করা হয়েছিলো

Transliteration:

Fanzur kaifa kaana 'aaqibatul munzareen (QS. aṣ-Ṣāffāt:73)

English Sahih International:

Then look how was the end of those who were warned – (QS. As-Saffat, Ayah ৭৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এখন দেখ, এই সতর্ক করে দেয়া লোকেদের পরিণাম কী হয়েছিল! (আস-সাফফাত, আয়াত ৭৩)

Tafsir Ahsanul Bayaan

সুতরাং লক্ষ্য কর, যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কি হয়েছিল?

Tafsir Abu Bakr Zakaria

কাজেই লক্ষ্য করুন যাদেরকে সতর্ক করা হয়েছিল, তাদের পরিণাম কী হয়েছিল!

Tafsir Bayaan Foundation

সুতরাং দেখ, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের পরিণতি কী হয়েছিল!

Muhiuddin Khan

অতএব লক্ষ্য করুন, যাদেরকে ভীতিপ্রদর্শণ করা হয়েছিল, তাদের পরিণতি কি হয়েছে।

Zohurul Hoque

সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম,