কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৬৯
Qur'an Surah As-Saffat Verse 69
আস-সাফফাত [৩৭]: ৬৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اِنَّهُمْ اَلْفَوْا اٰبَاۤءَهُمْ ضَاۤلِّيْنَۙ (الصافات : ٣٧)
- innahum
- إِنَّهُمْ
- Indeed they
- তারা নিশ্চয়ই
- alfaw
- أَلْفَوْا۟
- found
- পেয়েছিলো
- ābāahum
- ءَابَآءَهُمْ
- their fathers
- তাদের পিতৃপুরুষদেরকে
- ḍāllīna
- ضَآلِّينَ
- astray
- বিপথগামী
Transliteration:
Innahum alfaw aabaaa'ahum daaalleen(QS. aṣ-Ṣāffāt:69)
English Sahih International:
Indeed they found their fathers astray. (QS. As-Saffat, Ayah ৬৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা তাদের পিতৃপুরুষদেরকে বিপথগামী পেয়েছিল। (আস-সাফফাত, আয়াত ৬৯)
Tafsir Ahsanul Bayaan
নিশ্চয় ওরা ওদের পিতৃপুরুষদেরকে বিপথগামী হিসেবে পেয়েছিল
Tafsir Abu Bakr Zakaria
তারা তো তাদের পিতৃপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী,
Tafsir Bayaan Foundation
নিশ্চয় এরা নিজদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল;
Muhiuddin Khan
তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
Zohurul Hoque
তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল,