Skip to content

কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ৫৫

Qur'an Surah As-Saffat Verse 55

আস-সাফফাত [৩৭]: ৫৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَاطَّلَعَ فَرَاٰهُ فِيْ سَوَاۤءِ الْجَحِيْمِ (الصافات : ٣٧)

fa-iṭṭalaʿa
فَٱطَّلَعَ
Then he (will) look
সে তখন উঁকি মেরে দেখবে
faraāhu
فَرَءَاهُ
and see him
তাকে ফলে দেখতে পাবে
فِى
in
মধ্যে
sawāi
سَوَآءِ
(the) midst
মাঝখানে
l-jaḥīmi
ٱلْجَحِيمِ
(of) the Hellfire
জাহান্নামের

Transliteration:

Fattala'a fara aahu fee sawaaa'il Jaheem (QS. aṣ-Ṣāffāt:55)

English Sahih International:

And he will look and see him in the midst of the Hellfire. (QS. As-Saffat, Ayah ৫৫)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। (আস-সাফফাত, আয়াত ৫৫)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর সে উঁকি মেরে দেখবে এবং ওকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে ;

Tafsir Abu Bakr Zakaria

অতঃপর সে ঝুঁকে দেখবে এবং তাকে দেখতে পাবে জাহান্নামের মধ্যস্থলে;

Tafsir Bayaan Foundation

অতঃপর সে উঁকি দিয়ে দেখবে এবং তাকে (পৃথিবীর সঙ্গীকে) দেখবে জাহান্নামের মধ্যস্থলে।

Muhiuddin Khan

অপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।

Zohurul Hoque

তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।