কুরআন মজীদ সূরা আস-সাফফাত আয়াত ১৭১
Qur'an Surah As-Saffat Verse 171
আস-সাফফাত [৩৭]: ১৭১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا لِعِبَادِنَا الْمُرْسَلِيْنَ ۖ (الصافات : ٣٧)
- walaqad
- وَلَقَدْ
- And verily
- এবং নিশ্চয়ই
- sabaqat
- سَبَقَتْ
- has preceded
- পূর্বে স্থির হয়েছে
- kalimatunā
- كَلِمَتُنَا
- Our Word
- আমাদের বাণী (ওয়াদা)
- liʿibādinā
- لِعِبَادِنَا
- for Our slaves
- আমাদের দাসদের জন্যে
- l-mur'salīna
- ٱلْمُرْسَلِينَ
- the Messengers
- যারা প্রেরিত রাসূল
Transliteration:
Wa laqad sabaqat Kalimatunaa li'ibaadinal mursa leen(QS. aṣ-Ṣāffāt:171)
English Sahih International:
And Our word [i.e., decree] has already preceded for Our servants, the messengers, (QS. As-Saffat, Ayah ১৭১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আমার প্রেরিত বান্দাহদের সম্পর্কে আমার এ কথা আগেই বলা আছে যে, (আস-সাফফাত, আয়াত ১৭১)
Tafsir Ahsanul Bayaan
আমার প্রেরিত দাসদের সম্পর্কে আমার এ বাক্য স্থির হয়েছে যে,
Tafsir Abu Bakr Zakaria
আর অবশ্যই আমাদের প্রেরিত বান্দাদের সম্পর্কে আমাদের এ বাক্য আগেই স্থির হয়েছে যে,
Tafsir Bayaan Foundation
আর নিশ্চয় আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা পূর্ব নির্ধারিত হয়েছে যে,
Muhiuddin Khan
আমার রাসূল ও বান্দাগণের ব্যাপারে আমার এই বাক্য সত্য হয়েছে যে,
Zohurul Hoque
আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের -- প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে, --